রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় বনাঞ্চল আজ ধ্বংসের পথে

  • এম সুজন আকন | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ২০, ২০১৯, ১১:৩১ এএম

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন- মানবিক কারণে রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় পাহাড়ি বনাঞ্চল আজ ধ্বংসের পথে।

বৃহস্পতিবার (২০ জুন) বেলা সোয়া ১১টার দিকে জাতীয় বৃক্ষরোপণ ও বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।

পরিবেশ দূষণরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বঙ্গবন্ধু কন্যা বলেন- ‘সভ্যতার বিকাশের পাশাপাশি পরিবেশ রক্ষাতেও নজর দিতে হবে। এছাড়াও সুন্দরবন রক্ষায় বিভ্ন্নি কর্মসূচি নেয়া হয়েছে।’

এ বছর বিশ্ব পরিবেশ দিবসের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘বায়ুদূষণ’। প্রতি বছর ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। তবে এ বছর ৫ জুন বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপিত হওয়ায় দিবসটি পিছিয়ে আজ উদযাপন করা হচ্ছে।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এ অনুষ্ঠান ছাড়াও বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে।

‘সবুজে বাঁচি, সবুজ বাঁচাই, নগর-প্রাণ-প্রকৃতি সাজাই’ প্রতিপাদ্য নিয়ে জাতীয় বৃক্ষরোপণ ও বৃক্ষমেলা হবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধের ৩০ লাখ বীর শহীদের স্মৃতির সম্মানে সারাদেশে একযোগে ৩০ লাখ গাছের চারা লাগানোর কর্মসূচি উদ্বোধন করবেন।


সোনালীনিউজ/ঢাকা/আকন