গুঞ্জন শোনা যাচ্ছে, সর্বনিম্ন ২,০০০ টাকা ধরে প্রবৃদ্ধিসহ মূল বেতনের ৫ শতাংশ বাড়িভাড়া নির্ধারণ করতে চাচ্ছে সরকার। অর্থাৎ ৮,২৫০ টাকা থেকে শুরু করে ৪০,০০০ টাকা পর্যন্ত যিনি বেতন পান, তিনি বাড়িভাড়া পাবেন ২,০০০ টাকা। মোটামুটি বলাই যায়, এমপিওভুক্ত সকল শিক্ষক-কর্মচারীর বাড়িভাড়া ২,০০০ টাকাই করতে চাচ্ছে সরকার। কেননা ৪০,০০০ টাকার উপরে বেতন পাওয়া এমপিওভুক্ত শিক্ষকের সংখ্যা নেই বললেই চলে। আর এই ২,০০০ টাকায় বাড়িভাড়া তো দূরের কথা, ঝুপড়ি ঘরও জুটবে না। আহা! কী অবজ্ঞা!
৫,০০০ টাকা বাড়িভাড়া পেতে হলে প্রবৃদ্ধিসহ মূল বেতন হতে হবে কমপক্ষে ১,০০,০০০ (এক লক্ষ) টাকা। আর এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষক-কর্মচারী এক লক্ষ টাকা বেতন পান-এমন খবর কখনো শুনিনি। এমনকি কোনো প্রতিষ্ঠানের অধ্যক্ষও এক লক্ষ টাকা বেতন পান না, পাওয়ার কথাও না। তার মানে, এমপিওভুক্ত কোনো শিক্ষক-কর্মচারী কষ্মিনকালেও ৫,০০০ টাকা বাড়িভাড়া পাবেন না। অথচ সরকারি প্রতিষ্ঠানের একজন পিয়নও ৫,০০০ টাকার বেশি বাড়িভাড়া পেয়ে থাকেন।
আবার চিকিৎসা ভাতা ৫০০ টাকা থেকে বৃদ্ধি করে ১,০০০ টাকা করতে চাচ্ছে সরকার। যেখানে একজন ডাক্তারের পরামর্শ ফি-ই হাজার টাকার উপরে-কী হাস্যকর! এমপিওভুক্ত শিক্ষকদের প্রতি সরকারের কত অবজ্ঞা! অথচ দেশের ৯৭ শতাংশ শিক্ষার্থীকে পাঠদান করেন অবহেলিত এই এমপিওভুক্ত শিক্ষকসমাজ।
‘ডেইলি ক্যাম্পাস’, ‘দৈনিক জনকণ্ঠ’সহ বিভিন্ন পত্রিকার অনলাইন পোর্টাল থেকে জানা গেছে, “নাম প্রকাশ না করার শর্তে সচিবালয়ের একজন কর্মকর্তা বলেছেন, ‘আপাতত সর্বনিম্ন ২,০০০ টাকা ধরে ৫% বাড়িভাড়া নির্ধারণ করতে চাচ্ছে সরকার। আগামী ফেব্রুয়ারিতে পে-স্কেল হলে বর্তমান প্রাপ্ত বাড়িভাড়ার দ্বিগুণ পাবেন শিক্ষকরা।’”
আমার মনে হয়, ঐ কর্মকর্তা গণিতে খুবই কাঁচা। আর না হলে তিনি এমপিওভুক্ত শিক্ষকদের নির্বোধ মনে করেন। কারণ, এখন যে ২,০০০ টাকা বাড়িভাড়া দিতে চাচ্ছে সরকার, ৫ শতাংশ হারে তার দ্বিগুণ (৪,০০০ টাকা) বাড়িভাড়া পেতে হলে সর্বনিম্ন বেতন হতে হবে ৮০,০০০ (আশি হাজার) টাকা-যা আদৌ সম্ভব নয়। কী এক গোঁজামিল দিয়ে তিনি ভুজুংভাজুং বুঝ দিলেন—কী বড় শুভঙ্করের ফাঁকি!
তবুও তর্কের খাতিরে না হয় ধরেই নিলাম যে, আগামী বছর পে-স্কেল হলে প্রবৃদ্ধিসহ আমার বেতন ৮০,০০০ টাকা হয়ে বাড়িভাড়া হবে ৪,০০০ টাকা। ঐ কর্মকর্তা কি এটা ভেবে দেখেছেন যে, আমার ৮০,০০০ টাকা মূল বেতনে আমি যখন বাড়িভাড়া ৪,০০০ টাকা পাব, তখন আমার সমস্কেলে চাকরি করা একজন সরকারি চাকরিজীবী ন্যূনতম ৩৬,০০০ টাকা বাড়িভাড়া পাবেন! অর্থাৎ আমার চেয়ে কমপক্ষে ৯ গুণ বেশি! এ চিন্তা কি ঐ মাথামোটা কর্মকর্তার মাথায় আসেনি?
আমি সরকার বাহাদুরের কাছে বিনয়ের সঙ্গে নিবেদন করছি—এমপিওভুক্ত শিক্ষকদের সঙ্গে মশকরা না করে তাদের ন্যায্য ও যৌক্তিক দাবি মেনে নিয়ে ন্যূনতম ২০ শতাংশ বাড়িভাড়া, ১,৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং ৭৫ শতাংশ উৎসব ভাতা প্রদানের প্রজ্ঞাপন জারি করে রাষ্ট্র ও জাতিকে প্রবঞ্চনার হাত থেকে কলঙ্কমুক্ত করুন।
এসএইচ