এরশাদের দাফন হবে বনানীতেই

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ১৬, ২০১৯, ০৯:৫৪ এএম

ঢাকা : সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের দাফন রংপুরে নয় বনানীতেই হবে বলে জানিয়েছেন তার ভাই ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের।

মঙ্গলবার (১৬ জুলাই) সকাল সাড়ে ৯টায় তেজগাঁও বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন। 

জিএম কাদের বলেন, এরশাদর এখন আর শুধু পল্লী বন্ধু নয় তিনি এখন একজন আন্তর্জাতিক নেতা। তাই তার কবর রাজধানীর বনানীর সামরিক কবরস্থানেই দেয়া হবে। তার এখানে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় এরশাদের দাফন করা হবে। দাফনে বিদেশি কূটনৈতিকরাও থাকবেন।  তিনি যুক্ত করেন এটি ক্যান্টনমেন্টের ভেতর নয়, এখানে রাতে দিনে যখন খুশি আসা যাবে। পাশেই  মসজিদ আছে সেখানে বসে দোয়া করা যাবে।

রংপুরে এরশাদের কবর তৈরি সম্পর্কে এরশাদ বলেন, জাতীয় পার্টির রংপুরের নেতারা এরশাদের জন্য যা করেছেন তার তাদের পরম ভালোবাসা থেকেই করেছে।