এরশাদের মরদেহবাহী হেলিকপ্টারে ৯ জন, রংপুর যাচ্ছেন না রওশন

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ১৬, ২০১৯, ১০:২৮ এএম

ঢাকা : সাবেক রাষ্ট্রপতি, জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলের নেতা এইচ এম এরশাদের মরদেহ রংপুর নেয়া হচ্ছে। এরশাদের মরদেহবাহী হেলিকপ্টারে করে ৯জন তার সঙ্গে যাচ্ছেন। তবে রংপুর যাচ্ছেন না এরশাদের স্ত্রী রওশন এরশাদ। 

মঙ্গলবার (১৬ জুলাই) সকাল ১০ টা ৩০ মিনিটের দিকে এরশাদের মরদেহ বিমানবাহিনীর হেলিকপ্টারে রংপুরের উদ্দেশ্যে রওনা দেয়। 

এরআগে সকাল ১০টা ২০ মিনিটে এরশাদের মরদেহ হেলিক্টপারে তোলা হয়।  

এরশাদের মরদেহবাহী হেলিকপ্টারে আছেন- জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান জিএম কাদের, এরশাদের দুইপুত্র এরিক এরশাদ ও সাদ এরশাদ, জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা, প্রেসিডিয়ামের সদস্য জিয়া উদ্দিন বাবল,  সাবেক মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, এরশাদের একান্ত সচিব মেজর (অবঃ) খালিদ আখতার, জাতীয় পার্টির প্রেসিডিয়ামের সদস্য আজম খান। 

সোনালীনিউজ/এএস