প্রেসক্লাবে জিএম কাদের

মশা দমনে আপনারা সঠিক সময়ে সঠিক কাজটি করেননি

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ৭, ২০১৯, ০৫:৫৯ পিএম

সরকার সময় মতো ব্যবস্থা না নেয়ায় আগামীতে ডেঙ্গুর ভয়াবহতা আরও বাড়বে বলে আশঙ্কা করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। 

বুধবার (৭ আগস্টা) জাতীয় প্রেসক্লাবের সামনে ডেঙ্গু নির্মূলে সচেতনতা সৃষ্টিতে দলের মানববন্ধন ও লিফলেট বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আশঙ্কা করছি সামনে ডেঙ্গুর ভয়াবহতা আরও বৃদ্ধি পেতে পারে। আপনারা সঠিক সময়ে সঠিক কাজটি করেননি। যখন যেই কাজ করার দরকার ছিল সেটি করেননি।

জিএম কাদের বলেন, মশা ধ্বংস করার জন্য যেই ব্যবস্থা নেয়া হয়েছে সেটা কার্যকর নয়। মানুষ জানেন না ডেঙ্গু কেন বাড়ছে, তারা জানেন না মশা কেন কমছে না। তাই মানুষকে সচেতন করতে হবে। মশা মারার ওষুধ এনে মশা মারতে হবে।

তিনি আরো বলেন, সকল জায়গাতে ডেঙ্গু শনাক্তকরণের কীট পৌঁছাতে হবে।

সরকারি-বেসরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গুর চিকিৎসা দিতে সরকারের প্রতি আহ্বান জানান জি এম কাদের।

সোনালীনিউজ/এমএএইচ