সিঙ্গাপুরে ফখরুল-কাদের গোপন বৈঠক

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ১৫, ২০১৯, ০২:২৩ পিএম

ঢাকা : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের সিঙ্গাপুরে গোপন বৈঠক করেছেন বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ করেছে।

তবে সিঙ্গাপুরে অবস্থানরত জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের গণমাধ্যমের এমন খবর উড়িয়ে দিয়ে বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে তার কোনও বৈঠক হয়নি। মির্জা ফখরুলের সঙ্গে তার বৈঠক নিয়ে বিভিন্ন গণমাধ্যমে যে খবর পরিবেশিত হয়েছে সেটাকে অস্বীকার করেছেন তিনি।

জি এম কাদের আরো বলেন, ‘আমি একদিন আগে সিঙ্গাপুরে এসেছি। রোববার আমি কাজী ফিরোজ রশিদ এবং আরও কয়েকজনসহ একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে রাতের খাবার খেতে গিয়েছিলাম। সেখান থেকে ফিরে এসে আমি অসুস্থ বোধ করছি। মির্জা ফখরুলের সঙ্গে আমার বৈঠক তো দূরের কথা, তার সঙ্গে আমার সাক্ষাতও হয়নি।’

উল্লেখ্য যে, মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বর্তমানে সিঙ্গাপুরে অবস্থান করছেন। তিনি সবসময় তার চিকিৎসার জন্য ব্যাংককে গেলেও এবার কেন সিঙ্গাপুরে গিয়েছেন তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে প্রশ্ন উঠছে।

সোনালীনিউজ/এএস