কোথায় আছেন শেখ সেলিম

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ৪, ২০১৯, ১২:৫৬ পিএম

ঢাকা: জে'ল হ'ত্যা দি'বস উপলক্ষ্যে রোববার (৩ নভেম্বর) আওয়ামী লীগের দিনব্যাপী কর্মসূচী ছিল। সকালে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ধানমণ্ডি ৩২ এ বঙ্গবন্ধু ভবনে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন আওয়ামী লীগের নেতৃবৃন্দ। সেখানে দলের প্র'ভাবশা'লী প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিমকে দেখা যায়নি। 

এরপরে আওয়ামী লীগ নেতৃবৃন্দ যান বনানী ক'বর'স্থা'নে। সেখানে জাতীয় চার নেতার স'মাধি'তে শ্রদ্ধা নিবেদন করেন তারা। সেখানেও শেখ সেলিমকে দেখা যায় নি।

বিকেল ৩টায় আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় কৃষিবিদ ইনস্টিটিউটে শুরু হয় জে'ল হ'ত্যা দি'বসের আলোচনা সভা। সেখানেও নেই শেখ সেলিম।

উল্লেখ্য, শু'দ্ধি অ'ভিযা'ন শুরুর পর থেকেই আওয়ামী লীগের প্র'ভাবশা'লী প্রেসিডিয়াম সদস্য শেখ সেলিমকে দলীয় ক'র্মকা'ণ্ডে দেখা যাচ্ছে না। সব ধরণের দলীয় ক'র্মকা'ণ্ড থেকে তিনি নিজেকে গুটিয়ে নিয়েছেন। যুবলীগের একাধিক নেতার বি'রু'দ্ধে দু'র্নীতি, টে'ন্ডার বাণি'জ্য ও ক্যা'সিনো বাণি'জ্যের অ'ভিযো'গ ওঠার পর শেখ সেলিমের বোনের জামাই ওমর ফারুক চৌধুরীকে যুবলীগ চেয়ারম্যানের দায়িত্ব থেকে অ'ব্যাহ'তি দেওয়া হয়েছে। শেখ সেলিমের ছোট ভাই শেখ মারুফকেও সম্প্রতি গণভবনে প্রবেশ করতে দেওয়া হয়নি। এ অবস্থায় শেখ ফজলুল করিম এখন লো'কচ'ক্ষুর অ'ন্তরা'লে আছেন।

সোনালীনিউজ/এইচএন