সংসদে করজোড়ে জাতির কাছে ক্ষমা চাইলেন রাঙ্গা

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ১৩, ২০১৯, ০৭:৩০ পিএম

ঢাকা : স্বৈরাচারবিরোধী আন্দোলনে গণঅভ্যুত্থানের অন্যতম নায়ক, শহীদ নূর হোসেনকে জড়িয়ে বিতর্তিক বক্ত‌ব‌্যের জন‌্য সংসদের দাঁড়িয়ে জাতির কাছে ক্ষমা চেয়েছেন জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা।

বুধবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় জাতীয় সংসদের চলতি অধিবেশনে তিনি ওই বক্তব্যের জন্য ক্ষমা প্রার্থনা করেন। 

এর আগে সোমবার রাতে বলেন, ‘গণতন্ত্র দিবসের আলোচনায় আমি নূর হোসেনকে ইয়াবাখোর ও ফেনমসিডিল খোর বলেছিলাম, এটা আসলে আমার স্লিপ অব টাং।  ওই সময় ইয়াবা ছিল না, ফেনসিডিলও ছিল না।  শব্দ দুটি আমার বলা ঠিক হয়নি।  এ দুটি শব্দ আমি প্রত্যাহার করে নিচ্ছি।  অনিচ্ছাকৃত ভুলের জন্য আমি দুঃখ প্রকাশ করছি, ক্ষমা চাইছি।’