৪০ টাকা কেজি পেঁয়াজ চাই: কাদের সিদ্দিকী

  • সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ১৫, ২০১৯, ০৯:১৬ পিএম

টাঙ্গাইল : কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, ভারতে পেঁয়াজের দাম ৬ ছয় টাকা। সেখানে আমরা ২৫০ টাকা কেজি পেঁয়াজ কিনে খাবো তা হবে না। আগামী ৪ থেকে ৫ দিনের মধ্যে পেঁয়াজের দাম ৪০ টাকা করতে হবে।

শুক্রবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় টাঙ্গাইলের সখীপুরে উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের আয়োজনে এক প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।

১৯৯৯ সালের ১৫ নভেম্বর (বাসাইল-সখীপুর) জাতীয় সংসদ উপ-নির্বাচনের প্রসঙ্গে তিনি বলেন, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর জনগণের ভোটের অধিকার হরণের কাছে ১৯৯৯ সালের ১৫ নভেম্বরের ভোটাধিকার হরণ হেরে গেছে। উপর দিকে থুতু ফেললে নিজের গায়েই লাগে তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পর্কে আমি কিছু বলতে চাই না।

মো. ছবুর মেম্বারের সভাপতিত্বে কেন্দ্রীয় কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান খোকা বীর প্রতীক, যুগ্ম সম্পাদক প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকী, জেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক এটিএম সালেক হিটলু, সহ-সভাপতি আব্দুল হালিম সরকার লাল, দুলাল হোসেন মাস্টার, আলমগীর সিদ্দিকী প্রমুখ বক্তব্য রাখেন।

সোনালীনিউজ/এমটিআই