ক্ষমার অযোগ্য অপরাধ করেছেন বিএনপির আইনজীবীরা

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ৬, ২০১৯, ১২:৩০ পিএম

ঢাকা : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি নিয়ে আদালতে তার (বিএনপির) আইনজীবীরা যে পরিস্থিতি সৃষ্টি করেছেন তা ক্ষমার অযোগ্য বলে দাবি করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার (৬ ডিসেম্বর) সকালে ধানমন্ডিতে দলীয় সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের দপ্তর উপকমিটির সভা শেষে এ হুঁশিয়ারি দেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, আদালত কক্ষে ক্ষমার অযোগ্য অপরাধ করেছেন বিএনপির আইনজীবীরা। এসময় দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়েও কথা বলেন তিনি।

দাবি করেন, এর পেছনে বিএনপির হাত রয়েছে। তদন্ত করে দেখা হচ্ছে এসব বিষয়।  

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি নিয়ে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করলে দাঁতভাঙ্গা জবাব দেয়া হবে।

সোনালীনিউজ/এএস