কেন্দ্রীয় ১৪ দলের সভা আজ

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২০, ০৯:৩৪ এএম

ক্ষমতাসীন দল আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে একটি মতবিনিময় সভা ডাকা হয়েছে। 

বুধবার (১৫ জানুয়ারি) বেলা ১১টা ৩০ মিনিটে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হবে।

এতে ‘মুজিববর্ষ’কে সামনে রেখে বিভিন্ন শ্রেণির পেশাজীবী নেতার সঙ্গে মতবিনিময় করা হবে।

সভায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম সভাপতিত্ব করবেন। সভায় সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য মোহাম্মদ নাসিম বিনীত অনুরোধ জানিয়েছেন।

আরও পড়ুন : ঘন কুয়াশায় আজও শাহজালালে বিমান ওঠানামা বন্ধ

আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সায়েম খানের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

সোনালীনিউজ/এএস