‘বিএনপি দুর্বল ও ক্ষয়িষ্ণু হয়ে পড়েছে, সুযোগ এখন জাপার’

  • সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ৯, ২০১৬, ১০:৪১ পিএম

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচএম এরশাদ বলেছেন, বিএনপি দুর্বল ও ক্ষয়িষ্ণু হয়ে পড়েছে। তাই সুযোগ এখন জাপার। এ সুযোগ হেলায় নষ্ট করা যাবে না।
আগামী ১৪ মে অনুষ্ঠেয় জাপার অষ্টম কাউন্সিলের ‘লোগো’ উন্মোচন উপলক্ষে সোমবার রাজধানীর গুলশানে ইমান্যুয়েলস কনভেনশন সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
 
দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে এরশাদ বলেন, ‘তোমরা নিজ দলের খবর রাখো না। কেউ বলতে পারবে না এবার ইউপি নির্বাচনে জাপার কতজন জিতেছে। এভাবে সংগঠন হয় না।’
 
জাপা চেয়ারম্যান বলেন, যেভাবে ইউপি নির্বাচন হচ্ছে সেটি কারও কাছেই গ্রহণযোগ্য হচ্ছে না। নির্বাচন সুষ্ঠু করতে হলে নির্বাচন পদ্ধতিতে পরিবর্তন আনতে হবে।
 
অনুষ্ঠানে জাপার সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ বলেন, সারাদেশে জাপার উন্নয়ন কর্মকাণ্ড আজও স্বাক্ষী হয়ে রয়েছে।
 
অনুষ্ঠানে জাপার কো-চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য- অধ্যাপক দেলোয়ার হোসেন খাঁন, সাইদুর রহমান টেপা, তাজুল ইসলাম চৌধুরী, ফখরুল ইমাম, এসএম ফয়সল চিশতী, হাজী সাইফুদ্দিন মিলন ও মীর আব্দুস সবুর আসুদ প্রমুখ উপস্থিত ছিলেন।

সোনালীনিউজ/ঢাকা/আকন