চট্টগ্রামে আ.লীগের মেয়রপ্রার্থী রেজাউল

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২০, ০১:০৪ পিএম

ঢাকা : চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাননি চাসিক সিটি করপোরেশনের বর্তমান মেয়র আ জ ম নাসির। আওয়ামী লীগের নতুন ভরসা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম চৌধুরী।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) গণভবনে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের যৌথ সভা শেষে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এছাড়া, উপ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ঢাকা ১০-এ শফিউল আলম মহিউদ্দিন, গাইবান্ধা ৩-এ উম্মে কুলসুম স্মৃতি, বাগেরহাট ৪-এ আমিরুল আলম মিলন, যশোর ৬-এ শাহীন চাকলাদার, বগুড়া ১-এ শাহাদারা মান্নানের নাম ঘোষণা করেন তিনি।

এর আগে সংবাদ সম্মেলনে চট্টগ্রামের বিষয়ে প্রধানমন্ত্রী বলেছিলেন, চট্টগ্রামের তো উন্নয়নের সীমাই নাই। কারণ এত বেশি উন্নয়ন আমরা করেছি সেখানে। আপনাদের মনে আছে চট্টগ্রামের সাবেক মেয়র মহিউদ্দিন কর্ণফুলী নদী দিয়ে টানেল করার আন্দোলন করেছিলেন। আজ সেখানে সেই টানেল কিন্তু আমরা নির্মাণ করছি। আমাদের দুর্ভাগ্য তিনি আর সেটা দেখে যেতে পারলেন না। ঠিক সেভাবে আমরা সারাটা বাংলাদেশে সঠিকভাবে উন্নয়ন করে যাচ্ছি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

২০১৫ সালের চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির মেয়রপ্রার্থী এ বি এম মনজুর আলমকে বিপুল ভোটের ব্যবধানে হারিয়ে মেয়র হিসেবে নির্বাচিত হন আওয়ামী লীগের মেয়র প্রার্থী আ জ ম নাসির উদ্দিন। এর পর ৭ মে তিনি শপথ গ্রহণ করেন।

সোনালীনিউজ/এএস