হঠাৎ জরুরি বৈঠকে বসছে বিএনপির স্থায়ী কমিটি

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২০, ০৩:৫৯ পিএম
ফাইল ছবি

ঢাকা: বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, সুপ্রিম কোর্টে দলীয় চেয়ারপারসনের নতুন করে জামিন আবেদনের শুনানিসহ চলমান পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী করণীয় ঠিক করতে জরুরি বৈঠক ডেকেছে বিএনপির জাতীয় স্থায়ী কমিটি। 

শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকালে এ বৈঠকে অংশ নেবেন বিএনপির মহাসচিবসহ দলটির স্থায়ী কমিটির সদস্যরা।

এ বিষয়ে শায়রুল কবির খান বলেন, শনিবার বিকাল ৪টায় গুলশানে চেয়ারপারসনের অফিসে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠক হবে।

এদিকে, স্থায়ী কমিটির বৈঠকে সাধারণত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে সভাপতিত্ব করেন। রোববার (২৩ ফেব্রুয়ারি) খালেদা জিয়ার জামিন শুনানি। জামিন না হলে করণীয় নির্ধারণ, চট্টগ্রাম সিটি কর্পোরেশনে দলীয় প্রার্থী নির্ধারণসহ সাংগঠনিক পরিস্থিতি নিয়ে এই বৈঠক হবে।

সোনালীনিউজ/এমএএইচ