সরকারের পাশে থাকতে প্রধানমন্ত্রীকে চিঠি জিএম কাদেরের

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ৯, ২০২০, ০৭:২০ পিএম
ফাইল ছবি

ঢাকা: চলমান করোনাভাইরাস মোকাবেলায় সরকারের ত্রাণ কার্যক্রমসহ করোনা প্রতিরোধে সব কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকতে চায় জাতীয় পার্টি। দেশের এমন দুর্যোগ মোকাবিলায় জাতীয় পার্টির প্রস্তুতি ও আগ্রহের কথা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের এমপি।

বুধবার (৮ এপ্রিল) জাতীয় পার্টি চেয়ারম্যানের স্বাক্ষরিত চিঠিটি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছে দেয়া হয়েছে।

চিঠিতে জিএম কাদের বলেন, এই দুর্যোগময় মুহূর্তে জাতীয়পার্টি প্রধান বিরোধী দল হিসেবে জনগণের পাশে আছে। জনগণের কল্যাণে যেকোনো কাজ করতেই প্রস্তুত আছে জাতীয় পার্টি। তাই কারোনা মোকাবিলায় সরকারের নেয়া যেকোনো কাজে জাতীয় পার্টির অংশগ্রহণে আগ্রহী।

তিনি আরো বলেন, জাতীয় পার্টি ইতিমধ্যেই করোনা মোকাবেলায় কেন্দ্রীয় এবং বিভাগীয় সমন্বয় কমিটি গঠন করেছে। তাই কেন্দ্র থেকে শুরু করে বিভাগ, জেলা, উপজেলা এবং ইউনিয়ন পর্যায় পর্যন্ত সরকারকে সহায়তা করতে পারবে জাতীয়পার্টির নেতৃবৃন্দ। কাদের বলেন, বর্তমান সংকট মোকাবিলায় সরকারের ত্রাণ কার্যক্রমসহ যেকোনো কার্যক্রমকে ত্বরান্বিত করার জন্য সরকারকে সহায়তা করতে প্রস্তুত আছে জাতীয় পার্টি।

সোনালীনিউজ/এমএএইচ