সরকারের কাছে জনগণের জীবন-জীবিকার কোনো মূল্য নেই

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ২, ২০২০, ০৩:৫৯ পিএম
ফাইল ছবি

ঢাকা : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, করোনা টেস্টকে নিরুৎসাহিত করতেই নমুনা পরীক্ষার জন্য সরকার জনগণের কাছ থেকে টাকা নেয়া শুরু করেছে।

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে অনলাইন সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। 

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দুর্নীতি অব্যাহত রাখতেই একদিনের আলোচনায় বাজেট পাস করা হয়েছে।

তিনি আরো বলেন, 'জনগণের জীবন আর জীবিকার কোনো মূল্য সরকারের কাছে নেই। করোনা পরীক্ষার জন্য দুর্গত মানুষের কাছে ফি নিচ্ছে। তারা পার্লামেন্টে বাজেট নিয়ে মাত্র ১ দিন আলোচনা করেছে এবং তা পাস করে নিয়ে গেছে।'

সোনালীনিউজ/এমএএইচ