নির্বাচনের নামে জনগণের ওপর নির্যাতন করা হয়েছে

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২১, ০৬:৫১ পিএম

ঢাকা: ‘এটা নির্বাচনের নামে জনগণের ওপর নির্যাতন করা হয়েছে। এটা প্রহসনের নির্বাচন। আমাদের সঙ্গে আওয়ামী লীগের নির্বাচন হয়নি। নির্বাচন হয়েছে প্রশাসনের সঙ্গে।’ চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন (চসিক) নিয়ে কথাগুলো বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বুধবার (২৭ জানুয়ারি) বিকালে নসিমন ভবন বিএনপি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, নির্বাচনে আমাদের কাউন্সিলর প্রার্থীসহ দুই শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। বিএনপির নেতাকর্মীদের মেরে মেরে বের করে দেওয়া হয়েছে, প্রায় ৫০০ কেন্দ্র থেকে এজেন্টদের মেরে বের করে দেওয়া হয়েছে।

ডা. শাহাদাত বলেন, ‘বাকলিয়া বিএড কলেজ কেন্দ্রে আমার এজেন্টদের মারধর করা হয়েছে। নারী ভোটারদেরকেও মারধর করা হয়েছে। তাদেরকে ভোট দিতে দেয়নি। এখানে ভোটারদের কেন্দ্রে দাঁড়াতে দেয়া হয়নি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সহ-সভাপতি আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর প্রমুখ।

সোনালীনিউজ/আইএ