আইনমন্ত্রীকে ‘কুলাঙ্গার সন্তান’ বললেন ডা. জাফরুল্লাহ

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ৩, ২০২১, ০৫:০৪ পিএম
সংগৃহীত ছবি

ঢাকা: আইনমন্ত্রী আনিসুল হককে তার বাবার ‘কুলাঙ্গার সন্তান’ বলে মন্তব্য করেছেন নাগরিক সমাবেশের সভাপতি ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। 

আইনমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনার পিতা সিরাজুল হক সাহেব সত্যের জন্য যেকোনো সময় সত্য কথা বলতে ভয় পাননি। তাহলে আপনি কেনো সত্য কথা বলতে ভয় পান?

বুধবার (৩ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে নাগরিক সমাবেশে দেয়া বক্তব্যে তি‌নি এসব কথা ব‌লেন।

তিনি আরো বলেন, আইনমন্ত্রী, আজকে আমার সকল কথা আপনার পছন্দ নাও হতে পারে। যদি আমার কথায় আপনি ক্ষুব্ধ হয়ে থাকেন তাহলে আমার নামে একটি মামলাও করতে পারেন। মামলা করার সময় ৫ হাজার টাকা কোর্ট ফি দিতে ভুলবেন না।

প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে ডা. জাফরুল্লাহ বলেন, তাকিয়ে দেখেন, চারপাশ থেকে জনগণ চাপতে শুরু করেছে। মাননীয় প্রধানমন্ত্রী আপনি আপনার লুকোচুরি বন্ধ করেন। আপনাকে আপনার পিতার অমর বাণীটি স্মরণ করিয়ে দিতে চাই- ‘আর দাবিয়ে রাখাতে পারবা না’।

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরকে ৬ মাসের জামিন দিয়ে হাইকোর্ট যে আদেশ দিয়েছেন, এ প্রসঙ্গে সংশ্লিষ্ট বেঞ্চের বিচারপতিদের উদ্দেশ্যে তিনি বলেন, “আজ কিশোরের যে রায়টি দিয়েছেন সেটি ‘অসম্পূর্ণ রায়’। যারা সংবিধান ভঙ্গ করেছেন, যারা সংবিধান লংঘন করেছেন, তাদের বিরুদ্ধে মামলা করার নির্দেশ দেন। এটি আপনার দায়িত্বের মধ্যে পড়ে।”

তিনি বলেন, ‘আজকে কিশোর মুক্ত হয়েছে। আমি আনন্দিত। কিন্তু আমি চিন্তিতও বটে। লেখক ও কলামিস্ট মুশতাক আহমেদ মৃত্যুর আগে তার পরিবারকে বলেছিল, ‘আমার কথা চিন্তা করো না, কিশোরের কথা চিন্তা করো না’। কিন্তু এরইমধ্যে তাকে মরতে হলো।’

এসময় বিভিন্ন অজুহাতে বন্দি করে রাখা ব্যক্তিদের অবিলম্বে মুক্ত করে দেয়ার দাবি জানান তিনি।

সোনালীনিউজ/আইএ