করোনামুক্ত হলেন এমপি চুমকি

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২১, ০৩:৩৯ পিএম
ফাইল ছবি

ঢাকা: গাজীপুর-৫ (কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি করোনামুক্ত হয়েছেন। করোনা আক্রান্তের পর ১৫ দিন হোম আইসোলেশনে থাকার পর তিনি করোনামুক্ত হলেন।

শনিবার (১৭ এপ্রিল) দুপুরে করোনামুক্ত হওয়ার বিষয়টি তিনি নিজেই গণমাধ্যমে নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, সংসদ এলাকায় স্থাপিত মেডিকেল ক্যাম্পে গত ১৫ এপ্রিল করোনার নমুনা দেই। শনিবার (১৭ এপ্রিল) ওই নমুনা পরীক্ষায় করোনা নেগেটিভ রিপোর্ট আসে। 

উল্লেখ্য, গত ৭ ফেব্রুয়ারি সারাদেশে একযোগে করোনার টিকাদান কর্মসূচি শুরুর প্রথম দিনে নিজের শরীরে ভ্যাকসিন গ্রহণের মাধ্যমে উপজেলায় টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি। 

ভ্যাকসিন নেওয়ার ১ মাস ২২ দিন পর করোনার উপসর্গ থাকায় শুক্রবার (২ এপ্রিল) করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। ওই নমুনা পরীক্ষায় গত ৩ এপ্রিল করোনা শনাক্ত হয়। ১৫ দিন পর তিনি করোনামুক্ত হলেন।

সোনালীনিউজ/এমএইচ