হেফাজতের সহকারী মহাসচিব হলেন শফীর ছেলে

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ৭, ২০২১, ০১:৩৭ পিএম
ফাইল ফটো

ঢাকা: হেফাজতে ইসলামের ৩৩ সদস্যের নতুন কেন্দ্রীয় কমিটিতে সহকারী মহাসচিব করা হয়েছে সংগঠনটির সাবেক আমির শাহ আহমদ শফীর বড় ছেলে মাওলানা ইউসুফ মাদানীকে।

সোমবার (৭ জুন) বেলা সোয়া ১১টার দিকে রাজধানীর খিলগাঁও চৌরাস্তা মাদ্রাসায় আয়োজিত এক সংবাদ সম্মেলেনে এ কমিটি ঘোষণা করা হয়।

এতে আমির হিসেবে পুনর্নির্বাচিত করা হয়েছে জুনায়েদ বাবুনগরীকে। মহাসচিব করা হয়েছে নূরুল ইসলাম জিহাদীকে।

হেফাজতে ইসলামের নতুন কমিটি এমন একসময় ঘোষণা করা হয়েছে, যখন বাবুনগরীপন্থি হিসেবে পরিচিত সংগঠনটির সাবেক নায়েবে আমির ও মধুপুরের পীর আবুদল হামিদ পক্ষ ত্যাগ করে শফীপন্থিদের সঙ্গে যোগ দিয়েছেন।

২ জুন শফীপন্থিদের এক সংবাদ সম্মেলনে যোগ দিয়ে তিনি বাবুনগরীকে গ্রেপ্তার ও আহ্বায়ক কমিটিকে অবৈধ ঘোষণার দাবির প্রতি একাত্মতা জানান।

নতুন কমিটিতে জায়গা হয়নি সংগঠনটির আলোচিত নেতা মামুনুল হকের। হেফাজতের আগের কমিটিতে তিনি যুগ্ম মহাসচিব ছিলেন।

কমিটিতে স্থান পাননি হেফাজতের আরেক জ্যেষ্ঠ নেতা আজিজুল হক ইসলামাবাদীও। তিনি সংগঠনটির সাংগঠনিক সম্পাদক ছিলেন।

গত ২৫ এপ্রিল গ্রেপ্তার অভিযানের মুখে সরকারের সঙ্গে সমঝোতার চেষ্টা ব্যর্থ হওয়ার পর কওমি মাদ্রাসাকেন্দ্রিক সংগঠন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত করা হয়। এর কয়েক ঘণ্টার মধ্যে পাঁচ সদস্যের আহ্বায়ক কমিটির ঘোষণা দেয় কওমিভিত্তিক সংগঠনটি।

সোনালীনিউজ/এমএইচ