দেশে রাজনৈতিক অস্থিরতা নেই : রওশন

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ২৯, ২০১৬, ০৬:১১ পিএম

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ বলেছেন, ‘দেশে এখন রাজনৈতিক অস্থিরতা নেই, সামাজিক অস্থিরতা আছে। পুলিশ দিয়ে সেই অস্থিরতা বন্ধ করা যাবে না। ঐক্যবদ্ধভাবে ওসব বন্ধের উদ্যোগ নিতে হবে।’

বুধবার (২৯ জুন) জাতীয় সংসদে ২০১৬-১৭ বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি ওই কথাগুলো বলেন। সকাল ১০টা ৫০ মিনিটে ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়।

দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে মন্তব্য করে এর জন্য কর্মসংস্থানের অভাবকে দায়ী করেন তিনি।

তিনি বলেছেন, ‘পুলিশ কর্মকর্তার স্ত্রীকে রাস্তায় মেরে ফেলা হল; এ ছাড়া শিশু হত্যা, নারী হত্যা, গুম প্রতিনিয়ত ঘটছে। কর্মসংস্থানের অভাবেই এসব ঘটছে।’ কর্মসংস্থানের অভাবে মানুষ হতাশ বলেও মনে করেন তিনি।

আর এ জন্য দলমত নির্বিশেষে একসঙ্গে ‘আলোচনা’ করে ‘উপায়’ খোঁজার তাগিদ দেন জাতীয় পার্টির অন্যতম শীর্ষ এ নেতা। তিনি বলেন, ‘বর্তমানে যে রাজনৈতিক সংস্কৃতি চলছে তা থেকে বেরিয়ে আসতে হবে।’

২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট প্রসঙ্গে রওশন এরশাদ বলেন, ‘অর্থমন্ত্রী স্বপ্ন দেখাচ্ছেন, আমরা দেখছি। স্বপ্ন শুধু স্বপ্নই থাকবে, তা বাস্তব হবে না। ঘাটতি শুধু বাজেটেই নয়, আর্থসামাজিক খাতে, মূল্যবোধের খাতে, রাজনৈতিক খাতে ঘাটতি রয়েছে। চারিদিকে শুধু ঘাটতি আর ঘাটতি।’

শেয়ারবাজার একটি দেশের অর্থনীতির ব্যারোমিটার উল্লেখ করে তিনি বলেন, ‘ক্ষুদ্র বিনিয়োগকারীরা এখানে পুঁজি বিনিয়োগ করে ব্যবসা করার সুযোগ পায়। পুঁজিবাজারে যে ধ্স নেমেছিল, তা এখনও ঠিক হয়নি।

অর্থমন্ত্রীর উদ্দেশে রওশন বলেন, ‘৫৬ টি ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ ৫৪ হাজার ৬৫৭ কোটি ৬৯ লাখ টাকা, যা মোট ঋণের ১০.৪৭ শতাংশ। সরকারি ব্যাংক থেকে ১০ হাজার কোটি টাকা লুট হয়ে গেছে। এটা জনগণের টাকা। এটা ফিরিয়ে আনার কোনো উদ্যোগ নেয়া হয়েছে কি?’

পাউরুটি, বানরুটি, বিস্কিট ও স্যান্ডেলের ওপর আরোপিত কর প্রত্যাহারের দাবি জানান তিনি।

নারীদের জন্য আলাদা একটি ব্যাংকের দাবি জানিয়ে বিরোধী দলীয় নেত্রী বলেন, ‘তা হলে নারী উদ্যোক্তারা ছোট ছোট ঋণ নিয়ে সাবলম্বী হতে পারবেন।’

ছোট ছোট কুটির শিল্প গড়ে তুলতে পারলে অর্থনীতির উন্নয়ন হবে আর এতে অনেকেই সাবলম্বী হতে পারবেন বলে মত দেন রওশন এরশাদ। বলেন, ‘এ জন্য আমি অর্থমন্ত্রীকে উদ্যোগ নেয়ার দাবি জানাই।’

সোনালীনিউজ/ঢাকা/আকন