ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

  • বিশেষ প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ২৪, ২০১৬, ০৫:২৫ পিএম

ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ জুলাই) বিকেলে রাজধানীর তেজগাঁওয়ের বাংলাদেশ ইনস্টিটিউট অব গ্লাস এন্ড সিরামিকস-এর ওয়াহেদ আলী স্মৃতি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি সৈয়দ মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী ও যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মির্জা আজম। 

বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাফুজুল হায়দার চৌধুরী রোটন, সাবেক সভাপতি বদিউজ্জামান সোহাগ, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সভাপতি এবিএম মাজহার আনাম, ঢাকা মহানগর উত্তর যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক তাসভীরুল হক অনু, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সভাপতি এস এম রবিউল ইসলাম সোহেল, সাধারণ সম্পাদক আজিজুল হক রানাসহ সভায় ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের নবগঠিত কমিটির সকল সদস্যমন্ডলী উপস্থিত ছিলেন।

বর্ধিত সভাটি পরিচালনা করেন ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহম্মেদ।

বর্ধিত সভায় সংগঠনের গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। দেশের বর্তমান জঙ্গি তৎপরতা প্রতিহত করতে শহরের বিভিন্ন এলাকা এবং শিক্ষা প্রতিষ্ঠানে নগর উত্তর ছাত্রলীগ কর্তৃক জনসচেতনতামূলক লিফলেট বিতরণসহ জঙ্গি হামলায় নির্মম হত্যাকান্ডের স্বচিত্র পোস্টারকরণ ও স্থানীয় প্রশাসনকে সন্দেহজনক ব্যক্তির গতিবিধি সমন্ধে অবহিত করতে ছাত্রলীগ কর্মীদের নির্দেশ দেয়া হয়।

বাংলাদেশ ছাত্রলীগ ঘোষিত কর্মসূচিগুলিতে ঢাকা মহানগর ছাত্রলীগ উত্তর ছাত্রলীগের যথাযথ অংশ নিশ্চিত করতে উপস্থিত নেতৃবৃন্দসহ উত্তর ছাত্রলীগের আওতাধীন সকল থানা, কলেজ, ওয়ার্ড ইউনিটের প্রতি নির্দেশ দেয়া হয়।

এ ছাড়াও সাংগঠনিক বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করে বর্ধিত সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

সোনালীনিউজ/ঢাকা/জেডআরসি