বৃহস্পতিবার এনপিপির সঙ্গে বিএনপির সংলাপ

  • নিজস্ব প্রতিবেদক  | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ৫, ২০২২, ০৫:৫৬ পিএম

ঢাকা: গণতন্ত্র পুনরুদ্ধারে সরকার হঠাতে আন্দোলনের রূপরেখা প্রস্তুত করছে বিএনপি। এ লক্ষ্যে সমমনা রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফার সংলাপ শুরু করেছে দলটি। এর অংশ হিসেবে আগামীকাল বৃহস্পতিবার ২০ দলীয় জোটের শরিক ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) সঙ্গে সংলাপে বসবে প্রধান শরিক বিএনপি। এদিন বেলা ১১টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই সংলাপ শুরু হবে।

এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদের নেতৃত্বে ৮ সদস্যের প্রতিনিধিদল সংলাপে অংশগ্রহণ করবে বলে জানিয়েছেন দলটির যুগ্ম-মহাসচিব মো. ফরিদ উদ্দিন।

গত রোববার কল্যাণ পার্টির সঙ্গে সংলাপের মধ্য দিয়ে দ্বিতীয় দফার সংলাপ শুরু করে বিএনপি। পরদিন সোমবার জাতীয় পার্টি (কাজী জাফর) ও এলডিপির সঙ্গেও তাদের সংলাপ হয়।

জানা গেছে, সরকার হঠাতে ইতোমধ্যে যুগপৎ আন্দোলনের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। কোন কোন দাবির ভিত্তিতে এই আন্দোলন পরিচালিত হবে- দ্বিতীয় দফার সংলাপে মূলত সে বিষয়টি নিয়েই আলোচনা হচ্ছে।

সোনালীনিউজ/এম