খুব শিগগিরই জঙ্গিবাদ নির্মূল করা হবে: বাণিজ্যমন্ত্রী

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০১৬, ০৫:৪০ পিএম

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, খুব শিগগিরই দেশ থেকে সম্পূর্ণ রূপে জঙ্গিবাদ নির্মূল করা হবে। এ জন্য সবাইকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকতে হবে।
 
আজ শনিবার (১০ সেপ্টেম্বর) উপজেলা সদরের শীবপুর ইউনিয়নে ভিজিএফ’র চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময়ে ১৭শ’ দরিদ্র পরিবারের মধ্যে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ১০ কেজি করে ভিজিএফ’র চাল বিতরণ করেন প্রধান অতিথি।
 
তোফায়েল আহমেদ বলেন, প্রধানমন্ত্রীর দক্ষ পরিচালনায় দেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হচ্ছে। আন্তর্জাতিক বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসাবে বাংলাদেশ পরিচিতি লাভ করেছে। এই উন্নয়ন ও সুনাম নষ্ট করার অপচেষ্টায় সন্ত্রাসী হামলা চালানো হচ্ছে। খুব শিগগির এসব অপশক্তি নির্মূল করা হবে।
 
তিনি বলেন, আমরা কথা দিয়েছিলাম ১০ টাকা কেজি দরে চাল দেব। আমরা কথা রক্ষা করেছি। শেখ হাসিনার সরকার দরিদ্র পরিবারের মধ্যে আজকে ১০ টাকা কেজিতে চাল পৌঁছে দিচ্ছে। আমরা প্রত্যেক ঈদে অসহায় ও দরিদ্র মানুষের জন্য বিভিন্ন সহায়তা প্রদান করে আসছি।
 
ভোলার নদী ভাঙ্গন রোধে সাড়ে ৩শ’ কোটি টাকা বরাদ্দের কথা উল্লেখ করে তিনি বলেন, এই প্রকল্পটি বাস্তবায়ন হলে ভোলাকে নদী ভাঙ্গনের হাত থেকে রক্ষা করা যাবে।
 
এ সময়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক আব্দুল মমিন টুলু, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডর মো. দোস্ত মাহমুদ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোশারেফ হোসেন, ভাইস চেয়ারম্যান মো. ইউনুছ, জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, ছাত্রলীগ সভাপতি ইব্রাহীম চৌধুরী পাপন প্রমুখ উপস্থিত ছিলেন।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর