মধ্যবর্তী নির্বাচনের সম্ভাবনা নেই: ওবায়দুল কাদের

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০১৬, ১১:০৮ পিএম

বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে মধ্যবর্তী নির্বাচনের কোনো তাগিদ সরকার অনুভব করছে না বলে জানিয়েছেন সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘মধ্যবর্তী নির্বাচনের নামে কোনো মধ্যবর্তী রসিকতার প্রয়োজন নেই। হওয়ার মতো কোনো কারণ বা পরিস্থিতিও নেই। মধ্যবর্তী নির্বাচনের কোনো সম্ভাবনাও নেই।’

বিএনপির মধ‌্যবর্তী নির্বাচনের দাবির মধ্যে জাতীয় পার্টির চেয়ারম‌্যান এইচ এম এরশাদের ভোটের প্রস্তুতি শুরুর ঘোষণার প্রেক্ষাপটে এই প্রতিক্রিয়া জানান ক্ষমতাসীন আওয়ামী লীগের এই নেতা। এরশাদ রোববার রংপুরে আগামী অক্টোবর থেকে নির্বাচনী প্রচারণা শুরু করার ঘোষণা দিলে কয়েকটি গণমাধ‌্যমে খবর আসে যে তিনি মধ্যবর্তী নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। তার পরিপ্রেক্ষিতে আজ সোমবার (১২ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক টোল প্লাজায় পেয়ে সাংবাদিকরা প্রশ্ন করেন তাকে।

মন্ত্রী বলেন, শেখ হাসিনা সরকারের উপর মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠানের বাস্তবসম্মত কিংবা যুক্তিসঙ্গত তাগিদ এই মুহূর্তে নেই। তবে আগামী সংসদ নির্বাচনের জন্য তার দল প্রস্তুতি শুরু করেছে বলে জানান কাদের।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর