‘বিএনপি এখন অস্তিত্বের সংকটে নিমর্জ্জিত’

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ৩, ২০১৬, ০৮:৩২ পিএম

জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ বলেছেন, বিএনপি এখন অস্তিত্বের সংকটে নিমর্জ্জিত। বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় জাপার রাজনৈতিক কর্মসূচিতে ১৪৪ ধারা জারি করার কারণে এই সংকটে পড়েছে।

সোমবার (৩ অক্টোবর) রংপুরে মাজেদা খাতুন মহিলা কলেজের মিলনায়তনে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সিলেটের হযরত শাহজালালের মাজার জিয়ারতের মধ্য দিয়ে আগামী জাতীয় নির্বাচনী প্রচারণার কার্যক্রম এখন থেকেই শুরু হয়েছে বলে জানিয়েছেন জাপা চেয়ারম্যান এরশাদ।

তিনি বলেন, আগামী সাধারণ নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে এবং জাপা তাতে অংশগ্রহণ করবে। দেশে মধ্যবর্তী নির্বাচনের কোনো সম্ভাবনা নেই।

এ সময় উপস্থিত ছিলেন, জাপার প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) খালেদ আকতার, যুগ্ম-মহাসচিব হোসেন মকবুল শাহরিয়ার আসিফ, জেলা আহবায়ক মোস্থাফিজুর রহমান মোস্থাফিজসহ রংপুর জেলা জাপার নেতা-কর্মীগন। সোমবার দুপুরে তিন দিনের সফরে রংপুর পৌঁছেন এরশাদ।

সোনালীনিউজ/ঢাকা/আকন