আওয়ামী লীগের ‌‘সম্মেলন সংগীত’ গাইবেন ৪০ শিল্পী

  • বিশেষ প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ১৩, ২০১৬, ০৮:০১ পিএম

দক্ষিণ এশিয়ার প্রাচীনতম ও বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ। আগামী ২২ অক্টোবর রাজধানীর সোহরাওয়ার্দী উদ‌্যানে দলটির ২০তম জাতীয় সম্মেলনের উদ্বোধন হচ্ছে। এ সম্মেলনকে স্মরণীয় করে রাখতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে দলটি।

সম্মেলেন ঘিরে থামছে চমক আর চমক। এবারের প্রধান চমকটি-ই হচ্ছে স্লোগান। ‘উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলেছি দুর্বার, এবার সময় বাংলাদেশের মাথা উঁচু করে দাঁড়াবার’। এরপরে আরেকটি চমক যুক্ত হতে যাচ্ছে সম্মেলনকে ঘিরে। প্রথমবারের মতো আওয়ামী লীগের এ সম্মেলনে থাকছে ‘থিম সং’। উদ্বোধনী অনুষ্ঠানে বেজে উঠবে ‘এখন সময় বাংলাদেশের, এখন সময় আমাদের’ গানটি।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সচিব ও কবি কামাল আবদুল নাসের চৌধুরীর (কামাল চৌধুরী) কথায় আওয়ামী লীগের এবারের ‘সম্মেলন সংগীতে’ সুর দিয়েছেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী বাপ্পা মজুমদার।

সংস্কৃতি উপ-কমিটির আহ্বায়ক আসাদুজ্জামান নূর, সদস্য সচিব চয়ন ইসলাম, লিয়াকত আলী লাকীসহ একটি প্রতিনিধি দল ‘থিম সং’টি শেখ হাসিনাকে শুনিয়ে এসেছেন। এরপর সেটি চূড়ান্ত করা হয়েছে। থিম সংয়ে ফুটে উঠবে বাঙালি জাতির ইতিহাস-ঐতিহ্য।

সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে ৪০ জন শিল্পী একসঙ্গে থিম সংটি গাইবেন। তার সঙ্গে নৃত‌্য পরিবেশন করবেন ৫০ শিশুসহ ৯০ শিল্পী।

সোনালীনিউজ/ঢাকা/জেডআরসি