খালেদা জিয়াকে ঈদের শুভেচ্ছা জানালেন ছেলে, পুত্রবধূ ও নাতনিরা

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ৬, ২০২৫, ০৮:৪৪ পিএম

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাজ্যের লন্ডনে অবস্থানরত তার বড় ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

এসময় দুই পুত্রবধূ ডা. জুবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমান এবং খালেদা জিয়ার নাতনিরাও তার সঙ্গে কথা বলে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

লন্ডনের স্থানীয় সময় শুক্রবার (৬ জুন) সকালে তারেক রহমান টেলিফোনে মাকে ঈদ মোবারক জানান। দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেনের বরাত দিয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এসব তথ্য জানিয়েছেন। 

[250575]

তারেক রহমান, তার সহধর্মিনী ডা. জুবাইদা রহমান, মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান এবং খালেদা জিয়ার কনিষ্ঠ সন্তান প্রয়াত আরাফাত রহমান কোকোর সহধর্মিনী সৈয়দা শামিলা রহমান, মেয়ে জাহিয়া রহমান ও জাফিয়া রহমান লন্ডনে একসঙ্গে ঈদ উদযাপন করছেন।

বৃহস্পতিবার (৫ জুন) ঢাকা থেকে রওনা হয়ে রাতে লন্ডন পৌঁছান জুবাইদা রহমান।

এআর