আ.লীগের সম্পাদকমণ্ডলীর নাম ঘোষণা হচ্ছে আজ

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ২৫, ২০১৬, ১১:৪৭ এএম

আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর নাম ঘোষণা হচ্ছে আজ। দুপুরে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির কার্যালয়ে দলের নতুন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সম্পাদকমণ্ডলীর নাম ঘোষণা করবেন। দলের দায়িত্বশীল সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ২৩ অক্টোবর জাতীয় সম্মেলনের মাধ্যমে ৮১ সদস্যের কার্যনির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২১ জনের নাম ঘোষণা করে দলটি। আজ মঙ্গলবার (২৫ অক্টোবর) সম্পাদকমণ্ডলীর ২৯ সদস্যের নাম ঘোষণার কথা রয়েছে। আর কার্যনির্বাহী ২৯ সদস্যের নাম ঘোষণা হবে পরে।

সূত্র জানিয়েছে, সম্পাদকমণ্ডলীর নাম ঘোষণার পর নতুন কমিটির সদস্যরা বিকাল চারটায় ধানমন্ডিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবেন।

সম্পাদকমণ্ডলীতে কারা থাকছেন? দলের সূত্রগুলো জানাচ্ছে, শীর্ষ দুই পদের মতো চমকহীন থাকছে বাকি পদগুলোতেও। সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম পদে থাকাকালেই সভাপতি শেখ হাসিনার সঙ্গে আলোচনা করে নামগুলো প্রায় চূড়ান্ত করেছেন। এখন কেবল ঘোষণার অপেক্ষা।

আওয়ামী লীগের সূত্রগুলো বলছে, নতুন কমিটিতেও প্রাধান্য থাকবে ভেঙে দেয়া কমিটির নেতাদের। তবে বেশ কিছু নতুন মুখ যোগ হবে মূলত কার্যনির্বাহী কমিটির আকার বাড়ানোর কারণেই। তবে কার্যনির্বাহী কমিটিতে কারা থাকছেন তা পরে জানা যাবে।

পাশাপাশি কয়েকজনের পদোন্নতি নিশ্চিত প্রায় বলেও জানিয়েছেন আওয়ামী লীগের নেতারা। তারা জানান, সম্পাদকমণ্ডলী থেকে তিনজন পদোন্নতি পাওয়ায় কার্যনির্বাহী সদস্য থেকেও কয়েকজনের পদোন্নতি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

জাতীয় সম্মেলনের দ্বিতীয় দিন যাদের নাম ঘোষণা হয়েছে, তাদেরও প্রায় সবাই আগের কমিটিতে ছিলেন। তবে এই কমিটিতে খুব বেশি পরিবর্তন আসবে না বলে জানা গেছে।

সোনালীনিউজ/ঢাকা/এমএইউ