‘গয়েশ্বরের বিরুদ্ধে কেন মামলা হলো না?’

  • সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০১৬, ০৩:১২ পিএম

সোনালীনিউজ ডেস্ক
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা যথার্থ হয়েছে উল্লেখ করে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম প্রশ্ন তোলেন, ‘একই অপরাধে গয়েশ্বরের বিরুদ্ধে কেন মামলা হলো না?’
রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত ‘‌তথ্যের সমাহার’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন শেষে এমন প্রশ্ন তোলেন তিনি।
খাদ্যমন্ত্রী বলেন, ‘স্বাধীনতার ৪৫ বছর পর যারা মীমাংসিত বিষয় নিয়ে প্রশ্ন তোলে তাদের প্রত্যেকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা হওয়া উচিত। তাই খালেদার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা যথার্থই হয়েছে। ওই একই অপরাধে গয়েশ্বরের বিরুদ্ধেও মামলা হওয়া উচিত।’
‘অপকর্মে’র জন্যই বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নৃশংসভাবে মৃত্যু হয়েছে বলে মন্তব্য করেন তিনি। এমনকি জিয়াউর রহমানের সমাধিতে তার লাশ আছে কি না তা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন কামরুল ইসলাম।
তিনি বলেছেন, ‘জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে তরুণ প্রজন্মকে বিভ্রান্ত করতে অতি সূক্ষ্মভাবে কাজ করেছেন। আর সে অপকর্মের ফলেই নৃশংসভাবে তার মৃত্যু কার্যকর হয়েছে। স্ত্রী-পুত্রও তার লাশ দেখতে পায়নি।’
অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হকের উপস্থিত থাকার কথা থাকলেও তিনি উপস্থিত ছিলেন না।
সোনালীনিউজ/আমা