‘নির্বাচন নিয়ে এখন আর সংলাপের প্রয়োজন নেই’

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ২৯, ২০১৬, ০৯:৩২ পিএম

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘নির্বাচন নিয়ে সকাল-বিকেল সংলাপের প্রয়োজন নেই। কারণ এই মুহূর্তে নির্বাচন নিয়ে কোনো সংকট নেই। নির্বাচন বা গণতন্ত্র কোনোটিই সমস্যা নয়, সমস্যা হলো জঙ্গিবাদ ও এদের সঙ্গী খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে রাজনীতি করবেন কি না- এ নিয়ে।’

শনিবার (২৯ অক্টোবর) সকালে কুষ্টিয়ায় মিরপুর মহিলা ডিগ্রি কলেজে মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, ‘বেগম খালেদা জিয়া বারবার গণতন্ত্রের টুপি মাথায় নিয়ে যুদ্ধাপরাধীদের পক্ষ নিয়েছেন। জঙ্গি-সন্ত্রাস ও হেফাজত ইসলামের তাণ্ডবকে সমর্থন করেছেন। জঙ্গি সন্ত্রাসীদের রক্ষা করতে বিবৃতি দিয়েছেন। এভাবেই বারবার উনি জঙ্গিদের প্রধান পৃষ্ঠপোষক, সঙ্গী এবং প্রধান রক্ষক হিসেবে প্রমাণ দিয়েছেন। ফলে গণতন্ত্রের টুপি পরলেও খালেদা জিয়া আর জঙ্গিরা আলাদা নয়।’

এসময় মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুর রহমান, কুষ্টিয়ার সহকারী পুলিশ সুপার (সার্কেল) কামরুল হাসান, পৌর মেয়র এনামুল হক, মিরপুর উপজেলা জাসদের সভাপতি আহম্মদ আলীসহ জাসদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


সোনালীনিউজ/ঢাকা/আকন