নির্বাচন কমিশন (ইসি) নিজস্ব স্বাধীনতা ও নিরপেক্ষতা হারিয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, নির্বাচন কমিশনের ‘রিমোট কন্ট্রোল’ বর্তমানে অন্য কোনো জায়গা থেকে পরিচালিত হচ্ছে।
শুক্রবার (১০ অক্টোবর) কুমিল্লার দেবিদ্বারের ধামতী এলাকায় আয়োজিত ‘উঠানের রাজনীতি’ শীর্ষক এক মতবিনিময় সভায় এসব মন্তব্য করেন তিনি।
হাসনাত বলেন, নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা। কিন্তু আমরা দেখতে পাচ্ছি, কমিশনের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা তাদের হাতে নেই। তারা বাইরে থেকে পরিচালিত হচ্ছে। নির্বাচন কমিশনের মতো একটি সাংবিধানিক প্রতিষ্ঠানের জন্য এটি অত্যন্ত লজ্জাজনক।
তিনি আরও বলেন, জাতীয় প্রতীক ব্যবহারের প্রশ্নে নির্বাচন কমিশন দ্বিচারিতা করছে। ধানের শীষ যেমন জাতীয় প্রতীকের অন্তর্ভুক্ত, তেমনি শাপলাও। কিন্তু আমাদের শাপলা প্রতীক বরাদ্দে আপত্তি জানিয়ে কমিশন প্রমাণ করেছে, তারা পক্ষপাতদুষ্টভাবে সিদ্ধান্ত নিচ্ছে। যদি শাপলা প্রতীক না দেওয়া হয়, তাহলে ধানের শীষ প্রতীকও বাতিল করতে হবে।
এসময় প্রধান নির্বাচন কমিশনারের সমালোচনা করে হাসনাত বলেন, আমরা একটি ‘স্পাইনলেস কমিশন’ দেখতে পাচ্ছি, যারা নিজেরা সিদ্ধান্ত নিতে অক্ষম। তারা কোনো না কোনোভাবে বাইরের প্রভাব দ্বারা পরিচালিত হচ্ছেন।
তিনি আরও অভিযোগ করেন, এনসিপিকে প্রতীক না দিতে রাজনৈতিক চাপ প্রয়োগ করা হচ্ছে, যা গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী।
বক্তব্যের শেষদিকে হাসনাত আবদুল্লাহ বলেন, আমরা আমাদের বিপ্লবী আদর্শ নিয়ে এগিয়ে যাব। জাতীয় নাগরিক পার্টি জনগণের অধিকার প্রতিষ্ঠায় লড়াই চালিয়ে যাবে।
‘উঠানের রাজনীতি’ শীর্ষক এই বৈঠকে এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরাও উপস্থিত ছিলেন।
এম