প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন সালমান এফ রহমান

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ৬, ২০১৬, ০৬:২০ পিএম

সালমান এফ রহমানকে বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা হিসেবে মনোনয়ন দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (৬ নভেম্বর) আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাক্ষরিত একটি চিঠিও দেয়া হয়েছে সালমান এফ রহমানকে। বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান আওয়ামী লীগ সভানেত্রীর উপদেষ্টা হিসেবে একই দায়িত্ব পালন করে আসছিলেন। তাকে পুনরায় এ দায়িত্বে মনোনয়ন দেয়া হল।

ব্যবসায়ী সালমান এফ রহমান বেক্সিমকোর প্রতিষ্ঠাতা ও আইএফআইসি ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান। তিনি ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রিজ (এফবিসিসিআই)’র একজন সফল নেতা। এ ছাড়া আবাহনী ক্রীড়াচক্রের চেয়ারম্যান হয়ে ক্রীড়া সংগঠক হিসেবেও সুনাম কুড়িয়েছেন তিনি। মনোনীত হয়েছিলেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালক।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর