‘বুকভরা হতাশা’ নিয়ে এনসিপির গুরুত্বপূর্ণ নেতার পদত্যাগ

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২৫, ১১:২৭ এএম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির দক্ষিণাঞ্চলের সংগঠক আরিফুল ইসলাম তালুকদার পদত্যাগ করেছেন। ২৮ নভেম্বর তিনি আনুষ্ঠানিকভাবে দলের আহ্বায়ক বরাবর পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগপত্রে তালুকদার উল্লেখ করেন, তিনি ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তবে দলের অভ্যন্তরীণ দুর্বলতা, ক্ষমতার অপব্যবহার, সিদ্ধান্তহীনতা ও অনিয়মের কারণে তিনি আর দলের সঙ্গে থাকতে পারছেন না।

তিনি লিখেছেন, “দল জুলাই বিপ্লবের দেশপ্রেমিক তারুণ্যের শক্তিকে একত্রিত করতে ব্যর্থ হয়েছে এবং জাতীয় ঐক্য বিনষ্ট হয়েছে। কেন্দ্রীয় নেতাদের মধ্যে কিছু অংশ অর্থসম্পদের মালিক হওয়ার ফলে শরিকদের মধ্যে বৈষম্য সৃষ্টি হয়েছে, যা আমাকে অত্যন্ত ব্যথিত করেছে।”

তালুকদার আরও উল্লেখ করেছেন, জুলাই বিপ্লবের আহতদের যথাযথ তালিকাকরণ হয়নি এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোর অধিকাংশ একটি নির্দিষ্ট বলয় দখল করেছে। তিনি মনে করেন, দলের নেতৃত্ব দেশের বৃহত্তর সংকট ও অনিয়মের জন্য দায়ী।

পদত্যাগপত্রে তিনি বলেন, “দলের সঙ্গে আমার ভবিষ্যৎ রাজনৈতিক পথচলার কোনো বিশেষ প্রয়োজন অনুভব করছি না। দুঃখভরা হৃদয় ও এক বুক হতাশা নিয়ে পদত্যাগ করছি।”

তালুকদার আশা প্রকাশ করেছেন, আগামীতে দেশের জন্য তারুণ্যের রাজনীতি পুনরায় জাগ্রত হলে ভবিষ্যতে রাজপথে আবার একসঙ্গে দেখা হবে।