খালেদা জিয়ার সঙ্গে যাচ্ছেন সেই ফাতেমাও

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২৫, ০৬:৪২ পিএম
ফাইল ছবি

ঢাকা: সংকটাপন্ন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। আজ মধ্যরাতের পর অথবা আগামীকাল সকালের মধ্যে তাকে লন্ডনে নিয়ে যাওয়া হবে। খালেদা জিয়ার সঙ্গে থাকবেন ১৪ জন। এদেরই একজন হলেন খালেদা জিয়ার দীর্ঘ দিনের গৃহপরিচারিকা ফাতেমা বেগম ও রূপা শিকদার।

খালেদা জিয়ার সঙ্গে লন্ডন যারা যাচ্ছেন তাদের মধ্যে রয়েছেন ৬ জন চিকিৎসক। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সফরসঙ্গীদের তালিকায় এবারও রয়েছেন খালেদা জিয়ার দীর্ঘদিনের গৃহপরিচারিকা ফাতেমা বেগম এবং রুপা সিকদার।

গৃহপরিচারিকা ফাতেমা বেগম ২০১০ সাল থেকে বেগম জিয়ার ছায়াসঙ্গী হিসেবে রয়েছেন। ২০১৮ সালে তিনি স্বেচ্ছায় খালেদা জিয়ার সঙ্গে কারাগারেও ছিলেন। খালেদা জিয়া অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলে ফাতেমাও নিয়মিত হাসপাতালে থেকে সেবা করে থাকেন।

২০১৩ সালের ২৯ ডিসেম্বর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের প্রতিবাদে আন্দোলনের সময় গুলশান কার্যালয়ের সামনে খালেদা জিয়াকে আটকে দিলে, পতাকা হাতে ফাতেমাকে নেত্রীর পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তার গ্রামের বাড়ি ভোলায়।

চলতি বছরের ৭ জানুয়ারিতেও চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন বেগম খালেদা জিয়া। সে সময়ের মতো এবারও তার নিকটতম সঙ্গীদের একজন ফাতেমা বেগম থাকছেন এই সফরে।

এবারের খালেদা জিয়ার সঙ্গে লন্ডনে যাবেন,পুত্রবধূ সৈয়দা শামিলা রহমান, ডা. জাহিদ হোসেন, ডা. এনামুল হক চৌধুরী (চেয়ারপারসনের উপদেষ্টা), ডা. ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিকী, ডা. সাহাবুদ্দিন তালুকদার, ডা. নুরুদ্দিন আহমেদ, ডা. মোহাম্মদ জাফর ইকবাল, ডা. মোহাম্মদ আল মামুন, হাসান শাহরিয়ার ইকবাল (এসএসএফ), সৈয়দ সামিন মাহফুজ (এসএসএফ), আব্দুল হাই মল্লিক (ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সহকারী), মাসুদের রহমান (অ্যাসিস্ট্যান্ট প্রাইভেট সেক্রেটারি), ফাতেমা বেগম (গৃহকর্মী), রুপা শিকদার (গৃহকর্মী)।

পিএস