স্রোতের মতো টাকা ঢুকলো ব্যারিস্টার ফুয়াদের একাউন্টে

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২৬, ০৯:২৩ এএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ (বাবুগঞ্জ–মুলাদী) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নিচ্ছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। নির্বাচনী ব্যয় নির্বাহের লক্ষ্যে তার আহ্বানে উল্লেখযোগ্য সাড়া মিলেছে বলে জানিয়েছেন তিনি।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক ভিডিও বার্তায় দেশ ও প্রবাসে থাকা সমর্থকদের কাছে আর্থিক সহযোগিতা চান ব্যারিস্টার ফুয়াদ। এরই ধারাবাহিকতায় বুধবার (৭ জানুয়ারি) রাতে নিজের ফেসবুক পেজে অনুদান সংগ্রহের হালনাগাদ হিসাব প্রকাশ করেন তিনি।

প্রকাশিত তথ্যে জানা যায়, তার নির্বাচনী এলাকায় মোট ভোটার সংখ্যা প্রায় ৩ লাখ ৩২ হাজার ১০১ জন। নির্বাচন কমিশনের বিধিমালা অনুযায়ী ভোটারপ্রতি ১০ টাকা হিসাবে তার সর্বোচ্চ নির্বাচনী ব্যয়ের সীমা নির্ধারিত হয়েছে ৩৩ লাখ ২১ হাজার ১০ টাকা।

কিন্তু ৭ জানুয়ারি ২০২৬ পর্যন্ত বিভিন্ন মাধ্যমে পাওয়া অনুদানের পরিমাণ সেই সীমা অতিক্রম করেছে। ব্যারিস্টার ফুয়াদের দেওয়া হিসাব অনুযায়ী, বিকাশের মাধ্যমে এসেছে ১৯ লাখ ২৩ হাজার ৫৫২ টাকা, নগদের মাধ্যমে ২ লাখ ৩৫ হাজার ৫৬ টাকা এবং ব্যাংক হিসাবে জমা হয়েছে ১৮ লাখ ৭ হাজার ৯৪৮ টাকা। সব মিলিয়ে মোট অনুদানের পরিমাণ দাঁড়িয়েছে ৩৯ লাখ ৬৬ হাজার ৫৫৬ টাকা।

সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, দেশ-বিদেশের অসংখ্য মানুষ অর্থ সহায়তার পাশাপাশি ফোনকল ও বার্তার মাধ্যমে ভালোবাসা ও উৎসাহ জানিয়েছেন। তবে বিপুল সাড়া পাওয়ায় প্রত্যেককে ব্যক্তিগতভাবে উত্তর দিতে না পারায় তিনি দুঃখ প্রকাশ করেন।

অতিরিক্ত অনুদান প্রসঙ্গে ব্যারিস্টার ফুয়াদ জানান, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হবে। একই সঙ্গে স্বচ্ছতা নিশ্চিত করতে পুরো নির্বাচনকালজুড়ে অনুদানসংক্রান্ত সব হিসাব অডিট করে প্রকাশ করা হবে এবং তা নির্বাচন কমিশনে জমা দেওয়া হবে।

এছাড়া কোনো আর্থিক নিয়ন্ত্রক সংস্থা চাইলে পূর্ণ সহযোগিতা করা হবে বলেও আশ্বাস দেন তিনি।

এম