নাসিরনগরের প্রতিবেদন প্রত্যাখ্যান বিএনপির

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ১৫, ২০১৬, ০১:৪০ পিএম

ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরের হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনায় পুলিশের দেওয়া প্রতিবেদনকে সাজানো ও মিথ্যা উল্লেখ করে তা প্রত্যাখান করেছে বিএনপি। আওয়ামী লীগের ১৮ জন নেতার পাশাপাশি বিএনপির দুই নেতাকে উদ্দেশ্যমূলকভাবে হামলার ঘটনার সঙ্গে জড়ানো হয়েছে বলে অভিযোগ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।

মঙ্গলবার (১৫ নভেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, বিএনপি নেতাদের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল শুধু হাস্যকরই নয়, এটা দুষ্কর্মকে ঢেকে দেওয়ার অপচেষ্টা মাত্র। মূলত স্থানীয় এমপি ও মন্ত্রীকে বাঁচানোর জন্যই পুলিশ এ প্রতিবেদন দাখিল করেছে। বিএনপির পক্ষ থেকে আমি এর তীব্র নিন্দা জানাই।

১৮ নভেম্বর হোটেল ওয়েস্টিনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সংবাদ সম্মেলনের বিষয়টি উল্লেখ করে রিজভী বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে ও নতুন নির্বাচন কমিশন কাঠামো গঠনে রূপরেখা তুলে ধরবেন তিনি।

সোনালীনিউজ/ঢাকা/এমএইউ