নাসিকে আ.লীগের উল্টোপিঠে জাসদ

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০১৬, ১০:৪৭ পিএম

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে বিএনপি জোটগতভাবে অংশ নিলেও ১৪ দলীয় জোটের শরিকরা এখনো ঐকমত্যে পৌঁছাতে পারেনি। এককভাবে নির্বাচন করতে এখনো অটল ১৪ দলীয় জোটের শরিক দল জাসদ (ইনু)। এ অবস্থায় দলটিকে প্রার্থিতা প্রত্যাহার করে নৌকা প্রতীকের সেলিনা হায়াৎ আইভীকে সমর্থন দিতে অনুরোধ জানিয়েছে আওয়ামী লীগ। তবে কথা দেয়নি জাসদ।

শনিবার (৩ ডিসেম্বর) সকালে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের নেতাদের সঙ্গে এক অনির্ধারিত বৈঠকে এ অনুরোধ জানানো হয়। তবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে জাসদের (ইনু) সাধারণ সম্পাদক শিরীন আখতার কোনো আশ্বাস দেননি।

বৈঠকে উপস্থিত জাসদের একাধিক নেতা বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ‘নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে কাজ করতে আমাদের অনুরোধ করেন কাদের ভাই। এছাড়া আমাদের যদি কোনো প্রার্থী থাকে তা প্রত্যাহারের অনুরোধ করেন। এ সময় তিনি জাসদের প্রার্থীকে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থনে প্রার্থিতা প্রত্যাহারের কথা বলেন।’

ওবায়দুল কাদেরের অনুরোধের পর জাসদ নেত্রী শিরীন আখতার শুধু বলেছেন, ‘এই নির্বাচন নিয়ে জোটের মধ্যে এর আগে কোনো আলাপ-আলোচনা হয়নি। এখন হঠাৎ করে প্রার্থিতা প্রত্যাহারের অনুরোধ করলে সিদ্ধান্ত জানানো কঠিন।’ তবে শিরিন আখতার কথা দিয়েছেন, রোববার (৪ ডিসেম্বর) ১৪ দলের বৈঠকে আলোচনার পর দলীয় ফোরামে বিষয়টি নিয়ে তারা আলোচনা করবেন। এরপর সিদ্ধান্ত জানানো হবে।

জানতে চাইলে শিরীন আখতার বলেন, ‘তিনি (ওবায়দুল কাদের) আমাদের প্রস্তাব দিয়েছেন। আমরা বিষয়টি দলীয় ফোরামে আলোচনা করেই সিদ্ধান্ত নেব। তবে নির্বাচনে অংশ নেয়ার জন্যই আমরা আমাদের প্রার্থিতা দিয়েছি।’

নাসিকে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ (ইনু) মনোনীত মেয়র প্রার্থী মহানগর জাসদের সভাপতি মোসলেম উদ্দিন আহমেদ। মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে তার প্রার্থিতা বৈধ ঘোষিত হয়েছে। আগামী সোমবার (৫ ডিসেম্বর) প্রতীক বরাদ্দ হলে তিনি প্রচারে নামবেন।

১৪ দলের বৈঠকে আরো উপস্থিত ছিলেন- আওয়ামী লীগ নেতা আবদুল মতিন খসরু, খালিদ মাহমুদ চৌধুরী, আবদুস সোবহান গোলাপ, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভাণ্ডারী, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন প্রমুখ।

সোনালীনিউজ/এমএন