আইভীকে সমর্থন দিল জাসদ

  • জেলা প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০১৬, ০৮:১৪ পিএম

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে মেয়র পদে সরকারদলীয় প্রার্থীকে সমর্থন দিয়ে প্রার্থিতা প্রত্যাহার করে নিলেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) প্রার্থী মোসলেমউদ্দিন।

রোববার (৪ ডিসেম্বর) প্রত্যাহারের শেষ দিন জাসদ প্রার্থী তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। এর মধ্য দিয়ে আগামী ২২ ডিসেম্বর নাসিক নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেয়া প্রার্থী থাকলেন ৭জন।

মেয়র পদে মোট ৯ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এর আগে সুলতান আহমেদ নামে এক বিএনপি কর্মীর মনোনয়ন বাতিল হয়ে যায়।

প্রার্থিতা প্রত্যাহার প্রসঙ্গে মোসলেমউদ্দিন বলেন, ‘১৪ দলের সিদ্ধান্তে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের অনুরোধে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিলাম। জাতীয় ঐক্যের স্বার্থে ১৪ দলের সিদ্ধান্তকে মেনে নিয়েছি। জঙ্গিবাদ ও অসাম্প্রদায়িক হামলা ঠেকনোর লক্ষ্যে সবাইকে এক হয়ে কাজ করে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।’

জাসদ নেতা মোসলেমউদ্দিন অঙ্গীকার করে বলেন, ‘দলের সিদ্ধান্তে ১৪ দলের প্রার্থী ডা. সেলিন হায়াৎ আইভীকে সমর্থন করে যাবো।’

এর আগে শহরের ডিআইটি বাণিজ্যিক এলাকায় জেলা জাসদের কার্যালয়ে ১৪ দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে মেয়র প্রার্থী মোসলেমউদ্দিনের বৈঠক হয়। এতে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুর নওফেল, জাসদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক শওকত রায়হান, জেলা জাসদের সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক মোহর আলী চৌধুরী প্রমুখ।

নাসিক নির্বাচনের রিটার্নিং অফিসার নুরুজ্জামান তালুকদার জানান, জাসদের প্রার্থী মোসলেমউদ্দিন মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিয়েছেন। এখন ৭ জন প্রার্থী রয়েছেন। তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত ডা. সেলিনা হায়াৎ আইভী, বিএনপি মনোনীত অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, ইসলামী ঐক্যজোটের এজহারুল ইসলাম, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল, ইসলামী আন্দোলনের মুফতি মাসুম বিল্লাহ, এলডিপির কামাল প্রধান, কল্যাণ পার্টির রাশেদ ফেরদৌস।

আগামী ২২ ডিসেম্বর নির্বাচনের ভোট গ্রহণ হবে। নির্বাচনে বিএনপির নেতৃত্বে ২০ দলীয় জোট থাকলেও তাদের শরীক দল কল্যাণ পার্টি ও এলডিপির প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার করেনি।

সোনালীনিউজ/এমএন