‘প্রধানমন্ত্রীর বক্তব্য কৌতুকপূর্ণ’ রিজভীর মন্তব্য

  • বিশেষ প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০১৬, ০১:৪২ পিএম

ঢাকা: বিএনপিকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যকে ‘কৌতুকপূর্ণ’ বলে মন্তব্য করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 

রোববার (১৮ ডিসেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য কবীর মুরাদ, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, কেন্দ্রীয় নেতা তাইফুল ইসলাম টিপু, মুনির হোসেন, বেলাল আহমেদ উপস্থিত ছিলেন। 

রিজভী বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন, ক্ষমতা দখলের চিন্তা না করে গণতন্ত্র চর্চা করুন- এই বক্তব্য খুবই কৌতুকপূর্ণ আমার কাছে মনে হয়েছে।’ 

শনিবার (১৭ ডিসেম্বর) আওয়ামী লীগের বিজয় দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাবে এমন মন্তব্য করেন রিজভী। 

তিনি বলেন, ‘এখন যদি প্রধানমন্ত্রীর পরামর্শে গণতন্ত্র চর্চা করতে হয়, তাহলে আমাদেরকে শিখতে হবে- কী করে ব্যালট বাক্স ছিনতাই করতে হয়, কী করে ভোট ডাকাতি করতে হয়, কী করে গুম করতে হয়, খুন করতে হয়, কী করে রক্তাক্ত লাশের উপরে দাঁড়িয়ে অনাচার করতে হয়- এগুলো শিখতে হবে।’ 

নারায়নগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের কর্মকাণ্ডে দলবাজ কর্মকর্তাদের নিয়োগ দেয়া হয়েছে বলেও অভিযোগ করেন রিজভী। 

তিনি বলেন, ‘নির্বাচনের আর মাত্র তিনদিন বাকী। নির্বাচন কমিশন নির্ভয়ে ভোট দেয়ার নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। ভয়ভীতি মুক্ত পরিবেশের পরিবর্তে প্রশাসনের দলবাজ কর্মকর্তাদের নিয়োগ দেয়া হয়েছে নির্বাচনী কাজে। ভোট নেয়ার জন্য নিয়োগ করা হচ্ছে সরকার দলীয় ক্যাডারদের।’ 

তিনি অভিযোগ করেন বলেন, ‘আমাদের কাছে অভিযোগ এসেছে, ছাত্রলীগ-যুবলীগের ক্যাডারদের প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার নিয়োগ দেয়া হয়েছে। কেবল তাই নয়, নিরাপত্তা দায়িত্বে নিয়োজিত আইনশৃঙ্খলা প্রয়োগকারী সংস্থার মধ্যে একসময়ের ছাত্রলীগ করা কর্মকর্তাদের নিয়োগ দেয়া হচ্ছে।’ 

ভোটারদের নিরাপত্তা ও ভয়ভীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করতে সেনাবাহিনী মোতায়েনের দাবির কথা পূনর্ব্যক্ত করেন রিজভী। 

রিজভী বলেন, ‘সেখানে ভয়ভীতি প্রদর্শনের খবর পাওয়া যাচ্ছে। ধানের শীষের প্রার্থী সাখাওয়াত হোসেন খান সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান নিয়ে উৎকন্ঠিত। আমরা ফের বিএনপির পক্ষ থেকে নারায়নগঞ্জে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরির জোর দাবি জানাচ্ছি।’ 

সোনালীনিউজ/ঢাকা/জেডআরসি