রাস্তা দখল করে মিছিল নয়

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ৮, ২০১৭, ০৯:৪১ পিএম

ঢাকা: মিছিল নিয়ে যাওয়ার সময় রাস্তা দখল না করতে নেতাকর্মীদের নির্দেশ দিলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বললেন, ‘জনগণের সঙ্গে খারাপ ব‌্যবহার করবেন না। এখন যাদের শাস্তি দিচ্ছেন তখন (নির্বাচনে) তারা আমাদের ভালো প্রার্থীকেও ভোটের মাধ‌্যমে শাস্তি দিয়ে দিবে। প্লিজ পুরো রাস্তা দখল করবেন না।’

রোববার (৮ জানুয়ারি) দুপুরে তেজগাঁওয়ের কলোনি বাজারে মহানগর উত্তর আওয়ামী লীগের প্রস্তুতি সভায় এসব কথা বলেন মন্ত্রী।

আগামী ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত‌্যাবর্তন দিবস উপলক্ষে সোহরাওয়ার্দী উদ‌্যানে সমাবেশ করবে আওয়ামী লীগ। ওই সমাবেশে যাওয়ার মিছিল নিয়ে রাস্তা দখল না করতে এভাবে নির্দেশ দিলেন ওবায়দুল কাদের।

ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনসহ ক্ষমতাসীন দল ও সহযোগী সংগঠনের গত কয়েকটি কর্মসূচিতে সড়ক মহাসড়কে ব্যাপক যানজজের সৃষ্টি হয়েছে। এতে জনদুর্ভোগ চরমে পৌঁছে। আগামী কর্মসূচি নিয়ে এসব সমস্যা যেন না হয় সেজন্য প্রস্তুতি সভার আয়োজন করা হয়। ওবায়দুল কাদের বলেন, ‘মানুষের চোখের ভাষা, মনের ভাষা বুঝতে হবে। এই দিন দিন নয় আরও দিন আছে।’

এছাড়া আগামী নির্বাচনের জন‌্য সব নেতাকর্মীকে এখন থেকেই প্রস্তুতি নেয়ার আহ্বান জানান ওবায়দুল কাদের। সভায় বিএনপিকে দুর্বল না ভাবার পরামর্শ দিয়ে বলেন, ‘বিএনপিকে ছোট দল মনে করে তুচ্ছ করবেন না। আন্দোলনে তারা দুর্বল হলেও সমর্থনে তাদের অত দুর্বল ভাববেন না।’ নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কথা স্মরণ করে দিয়ে বলেন, ‘নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে বিএনপি প্রায় ৮০ হাজার ভোট পেয়েছে। সেটা যেন আমরা না ভুলি।’

দলে শৃঙ্খলা রক্ষার ওপর জোর দিয়ে ক্ষমতাসীন দলের এই সাধারণ সম্পাদক বলেন, ‘নেতা-কর্মীদের আগে সচেতন হতে হবে। আমরা এলোমেলো দল নিয়ে সামনের নির্বাচনে যেতে চাই না।’

স্থানীয় সংসদ সদস‌্য স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন ঢাকা উত্তরের সাধারণ সম্পাদক সাদেক খানও।

সোনালীনিউজ/এমএন