ভোট জালিয়াতি করতে ই-ভোটিং চান প্রধানমন্ত্রী: বিএনপি

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০১৭, ০৪:৪৫ পিএম

ঢাকা: ইলেক্ট্রনিক ভিভাইস ব্যবহার করে ভোট দেয়া ও গণনার পদ্ধতি হলো ই-ভোটিং। পৃথিবীর অনেক দেশেই এ ধরনের ব্যবস্থা চালু আছে। এমন ই-ভোটিং ব্যবস্থার কথা উল্লেখ করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন- আগামী নির্বাচনে জালিয়াতির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইলেক্ট্রনিক ভোটিং (ই-ভোটিং) পদ্ধতি চালু করতে চাইছেন।

বৃহ্স্পতিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে রিজভী এসব কথা বলেন।

আওয়ামী লীগ জনগণের ওপর আস্থা রাখতে পারছে না মন্তব্য করে রিজভী বলেন, সরকার পছন্দের নির্বাচন কমিশন বসিয়ে নির্বাচনে জয়ী হওয়ার ষড়যন্ত্র শুরু করেছে। ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসা আওয়ামী লীগ জনগণের ওপর আস্থা রাখতে পারছে না। তাই ষড়যন্ত্র ও কারসাজির মাধ্যমে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করছে।


সোনালীনিউজ/ঢাকা/আকন