নৌকায় ভোট দিন: শেখ হাসিনা

  • বগুড়া প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০১৭, ০৭:৪৭ পিএম

বগুড়া: উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে নৌকায় ভোট চাইলেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, যদি বিনা পয়সার বই আপনারা চান, যদি কমিউনিটি ক্লিনিকের সেবা চান, ৩০ প্রকার ওষুধ বিনা পয়সায় চান, তাহলে আমি বলব, আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগের প্রতিনিধি নির্বাচিত করে দেবেন। যাতে পুনরায় আমরা সেবা করার সুযোগ পাই।

রোববার (২৬ ফেব্রুয়ারি) বগুড়ার সন্তাহার স্টেডিয়ামে আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এর আগে তিনি সেখানে দেশের প্রথম সৌরবিদ্যুৎচালিত খাদ্য গুদামের উদ্বোধন করেন।

এসময় প্রধানমন্ত্রী বলেন, একটি মানুষও গরিব থাকবে না। প্রত্যেক মানুষ গৃহ পাবে।প্রতিটি ছেলেমেয়ে বিনা পয়সার বই পায়। দারিদ্র্যের হার বিএনপির আমলে ছিল ৪৭ ভাগ, আমরা তা ২২ ভাগে কমিয়ে নিয়ে এসেছি। আমাদের লক্ষ্য তা ১৫ ভাগে নামিয়ে আনা।

প্রধানমন্ত্রী বলেন, যদি এর বাস্তবায়ন করতে হয়, তাহলে সরকারের ধারাবাহিকতা থাকতে হবে। লুটপাটকারী, জঙ্গিবাদী, অবৈধভাবে ক্ষমতা দখলকারী বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় আসলে এ দেশের কোনো উন্নয়ন হবে না। সবই থেমে যাবে।


সোনালীনিউজ/ঢাকা/আকন