‘আজকের ধর্মঘট আদালত অবমাননার শামিল’

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০১৭, ০৬:২৪ পিএম

ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পরিবহন শ্রমিকদের ধর্মঘট অযৌক্তিক ও আদালত অবমাননার শামিল। একইসঙ্গে এ ধর্মঘট প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর দক্ষিণ শাখা ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করে সংগঠনটি।

আন্দোলনকারীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, আদালতের রায়ের সঙ্গে জনগণের কোনো সম্পৃক্ততা নেই। তাই এ রায়ে জনগণ কেন ভোগান্তিতে পড়বে? আপনারা আপনাদের অযৌক্তিক ধর্মঘট প্রত্যাহার করুন।

বাসচালক জামির হোসেনের যাবজ্জীবন এবং ট্রাকচালক মীর হোসেন মিরুর মৃত্যুদণ্ডের রায়ের প্রতিক্রিয়ায় সারাদেশে ধর্মঘট পালন করছেন পরিবহন শ্রমিকরা। দু’জনেই ক্ষমতাসীন দলের পরিবহনখাতের নেতা। এজন্যই এ আন্দোলন বলে জনশ্রুতি রয়েছে।

প্রসঙ্গত, সড়ক দুর্ঘটনায় প্রখ্যাত চলচ্চিত্রকার তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মুনীরসহ পাঁচজন নিহতের ঘটনায় আদালত বাসচালক জামির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। অপরদিকে সাভারে ট্রাকচাপায় এক নারীকে হত্যার দায়ে চালক মীর হোসেন মিরুকে মৃত্যুদণ্ড দেয়া হয়।

সোনালীনিউজ/আতা