শিগগিরই নতুন জোটের ঘোষণা এরশাদের

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ৬, ২০১৭, ০৮:২৬ পিএম

ঢাকা: কয়েকদিনের মধ্যেই নতুন জোটের ঘোষণা দেয়া হবে বলে জানিয়েছেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। সোমবার (৬ মার্চ) দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে এক যোগদান অনুষ্ঠানে তিনি একথা জানান।

এরশাদ বলেন, ‘দেশের জনগণ ও বিভিন্ন রাজনৈতিক দল আজ আওয়ামী লীগ-বিএনপির প্রতি আস্থা রাখতে পারছে না। জাতীয় পার্টিই একমাত্র জাতীয়তাবাদী শক্তি। ইসলামী মূল্যবোধ, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী। তাই অনেক রাজনৈতিক দল জাতীয় পার্টির সঙ্গে জোট করার আগ্রহ প্রকাশ করেছে। আমরা কয়েকদিনের মধ্যে এ নতুন জোটের ঘোষণা দেব।

সাবেক এই রাষ্ট্রপতি ক্ষোভের সঙ্গে বলেন, ‘দেশে কোনো রাজনীতি নেই। রাজনীতি সীমাবদ্ধ বক্তব্য-পাল্টা বক্তব্যের মধ্যে। একজন বলে কেয়ামত পর্যন্ত শেখ হাসিনার অধীনে নির্বাচনে যাব না, আরেকজন বলে নির্বাচনে না এলে নিবন্ধন বাতিল হবে।’

দেশে সুশাসনের অভাব রয়েছে উল্লেখ করে জাপা চেয়ারম্যান বলেন, ‘দেশে সর্বত্রই বিশৃঙ্খলা। কয়েকদিন আগে গেল পরিবহন ধর্মঘট। আর এখন চলছে ইন্টার্ন ডাক্তারদের ধর্মঘট। বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্র-পুলিশ-ব্যবসায়ী সংঘর্ষ, সব জায়গায় অনিয়ম। দেখার কেউ নেই।’

উন্নয়নের নামে সারাদেশে বিশৃঙ্খলা চলছে দাবি করে জাপা চেয়ারম্যান বলেন, ‘জাতীয় পার্টির আমলেও অনেকে বিশৃঙ্খলার সৃষ্টি করতে চেয়েছিল। পারে নাই। বড় দুটি দলের অরাজকতার কারণেই আমাদের প্রতি মানুষের আস্থা ফিরে এসেছে।’

এ সময় টাঙ্গাইল মধুপুরের বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা নুরুল ইসলাম রাজ ও আহসান খাঁন রাজের নেতৃত্বে তিন শতাধিক নেতাকর্মী জাতীয় পার্টিতে যোগদান করেন। যোগদানকারীদের স্বাগত জানিয়ে পার্টির চেয়ারম্যান নির্দেশনা দেন, ‘আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করো। আমরা ইতোমধ্যে সারাদেশে সম্ভাব্য প্রার্থীদের এলাকায় কাজ করার নির্দেশ দিয়েছি। সামনে আরো অনেকে এ দলে যোগ দেবে। হতাশা কেটে গেছে, সামনে আমাদের সুদিন।’

টাঙ্গাইল জেলা জাতীয় পার্টির সভাপতি এমএ কাসেমের সভাপতিত্বে যোগদান অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন- পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য সাইদুর রহমান টেপা, সুনীল শুভ রায়, এসএম ফয়সল চিশতি, মীর আবদুস সবুর আসুদ, মেজর (অব.) খালেদ আখতার, উপদেষ্টা রেজাউল ইসলাম ভূইয়া, মুশফিকুর রহমান, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক প্রমুখ।

এসময় দলের ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু, জহিরুল ইসলাম জহির, যুগ্ম মহাসচিব আশরাফ সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক আমির উদ্দিন আহমেদ ডালু, সালাউদ্দিন মুক্তি এমপি, দফতর সম্পাদক সুলতান মাহমুদ, কেন্দ্রীয় নেতা বেলাল হোসেন, হুমায়ন খান, এমএ রাজ্জাক খান, সুমন আশরাফ, রেজাউল করিম, ছাত্রসমাজের সভাপতি সৈয়দ ইফতেখার আহসান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিরু, সোলাইমান সামী, আবদুস সাত্তার, নজনুল ইসলাম, যুব সংহতির নেতা হেলাল উদ্দিন, ফজলুর রহমান, জিয়াউর রহমান বিপুল, তরুণ পার্টির আহ্বায়ক মামুনুর রহিম সুমন প্রমুখ উপস্থিত ছিলেন।


সোনালীনিউজ/ঢাকা/আকন