কুমিল্লা আওয়ামী লীগে অভ্যন্তরীণ দ্বন্দ্ব

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ৩১, ২০১৭, ০৪:০৪ পিএম

ঢাকা: কুমিল্লা আওয়ামী লীগের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব রয়েছে। এই দ্বন্দ্বের প্রভাব কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে পড়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ।

শুক্রবার (৩১ মার্চ) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ইসলামিক পার্টির তৃতীয় বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

হানিফ বলেন, স্থানীয় পর্যায়ের নির্বাচনে অনেক সময় দলের মধ্যে থাকা ছোট-খাটো দ্বন্দ্বের কারণে নেতিবাচক কিছু প্রভাব পড়ে। যেটা কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে পড়েছে।

তিনি বলেন, নিজেদের ঝামেলা ব্যক্তিস্বার্থে দলের মধ্যে ঠেলে দিলে তা বরদাশত করা হবে না।আমাদের সাংগঠনিক সম্পাদককে সব তথ্য নিয়ে আসার জন্য বলা হয়েছে। দলের মধ্যে শৃঙ্খলা বজায় রাখতে হবে।

আওয়ামী লীগের এই নেতা আরো বলেন,কুসিক নির্বাচনের সময় দলের সিদ্ধান্তের বাইরে অবস্থান নিয়েছে, দ্বন্দ্ব সৃষ্টি করেছে,তাদের বিরুদ্ধে গঠনতন্ত্র অনুযায়ী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

সোনালীনিউজডটকম/ঢাকা/এমআর