খালেদার সঙ্গে সাক্ষাৎ করবে ব্রিটিশ ও নরওয়ের সংসদীয় দল

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ৩, ২০১৭, ১২:২২ পিএম

ঢাকা : বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন ব্রিটিশ ও নরওয়ের সংসদীয় দুটি প্রতিনিধিদল।

সোমবার (৩ এপ্রিল) বিকেল সাড়ে পাঁচটার দিকে নরওয়ের প্রতিনিধিদলটি ও রাত সাড়ে নয়টার দিকে যুক্তরাজ্যের প্রতিনিধিদলটি খালেদা জিয়ার সঙ্গে তাঁর গুলশান কার্যালয়ে সাক্ষাৎ করবেন বলে জানা গেছে।

বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের গণমাধ্যম শাখার কর্মকর্তা শামসুদ্দিন দিদার বিষয়টি নিশ্চিত করেছেন।

দিদার জানান, আজ বিকেল সাড়ে ৫টায় নরওয়ের সংসদীয় প্রতিনিধিদল খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবে। এ সময় উপস্থিত থাকবেন ঢাকায় নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত সিডসেল ব্লেকেন।

এ ছাড়া রাত সাড়ে ৯টায় ব্রিটিশ পার্লামেন্টের প্রতিনিধিদল সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবে। এ সময় উপস্থিত থাকবেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার অ্যালিসন ব্লেক।

খালেদা জিয়ার সঙ্গে নরওয়ে ও ব্রিটিশ পার্লামেন্টের প্রতিনিধিরা কী আলোচনা করবেন, তা জানাতে পারেননি শামসুদ্দিন দিদার।

২ এপ্রিল রোববার রাতে রাজধানীর গুলশানে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক হয়। বৈঠক সূত্র বলছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ভারত সফরে জাতীয় স্বার্থবিরোধী কোনো চুক্তি হলে এর প্রতিবাদে কর্মসূচি দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।

বৈঠক বিষয়ে আজ সোমবার বিএনপি সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাবে।

সোনালীনিউজ/এমটিআই