প্রধানমন্ত্রীর গণসংবর্ধনা বাতিল

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ১০, ২০১৭, ০৯:৪০ এএম

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা চারদিনের দ্বিপাক্ষিক দিল্লি সফর শেষে সোমবার (১০ এপ্রিল) সন্ধ্যায় দেশে ফেরার কথা রয়েছে। এ উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের উদ্যোগে তাকে গণসংবর্ধনা দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছিল। হঠাৎ করেই গতকাল তা ছিল তা বাতিল করা হয়েছে।

দলটির দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে এ কর্মসূচি বাতিল করা হয়েছে। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী জানান, সরকারি কর্মসূচি অনুযায়ী সোমবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীর অবতরণ করার কথা রয়েছে। আর নামার পর বিমানবন্দরের প্রক্রিয়া শেষ হতে হতে আরো কিছু সময় লাগতে পারে।

এতে রাতে নেতাকর্মীদের বাসায় ফিরতে ভোগান্তি হবে। এছাড়া নেতাকর্মীদের সমাগমের কারণে রাস্তায় যানজট বাড়বে। এতে অফিস ফেরত যাত্রীরা ভোগান্তিতে পড়তে পারেন এসব বিবেচনা করে গণসংবর্ধনা বাতিল করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে রোববার (৯ এপ্রিল) সকালে আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে সভা করে প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দেয়ার জন্য কর্মসূচি গ্রহণ করা হয়েছিল। সকালে নেয়া কর্মসূচি রাতেই বাতিল করা হয়েছে।

সোনালীনিউজ/ঢাকা/আতা