জাসাসের অনুষ্ঠানে বিরক্ত, উঠে গেলেন খালেদা

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ১৪, ২০১৭, ০৮:২৬ পিএম
জাসাসের সাংস্কৃতিক অনুষ্ঠানে খালেদা জিয়া

ঢাকা: জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করতে গিয়ে ক্ষুব্ধ হলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিরক্ত হয়ে অনুষ্ঠান ত্যাগ করলেন চেয়ারপারসনের সঙ্গে সিনিয়র নেতারাও।

শুক্রবার (১৪ মার্চ) বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বাংলা বর্ষবরণের অনুষ্ঠানে এ অপ্রীতিকর ঘটনা ঘটে। নববর্ষ উপলক্ষে দলীয় কার্যালয়ের সামনে জাসাস সাংস্কৃতিক অনুষ্ঠান করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, অনুষ্ঠানের শুরু থেকেই মানসম্পন্ন পরিবেশনা হচ্ছিল না। এতে অস্বস্তিবোধ করছিলেন চেয়ারপারসন খালেদ জিয়াসহ সিনিয়র নেতারা। তারা আয়োজকদের মানসম্পন্ন গান পরিবেশনের কথাও বলেন।

তবে খালেদা জিয়ার পছন্দমতো কোনো গান পরিবেশন করতে ব্যর্থ হচ্ছিল জাসাস শিল্লীরা। এক পর্যায়ে দলের সিনিয়র নেতা খন্দকার মোশাররফ হোসেন ও অন্য নেতারা চেয়ারপারসনকে নিয়ে বিকেল ৫টা ৫৫ মিনিটের দিকে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

এর আগে, বিকেল ৩টায় বর্ষবরণ অনুষ্ঠান শুরু করে জাসাস। বিকেল সাড়ে ৪টার দিকে খালেদা জিয়া সেখানে উপস্থিত হয়ে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন। 

সোনালীনিউজ/ঢাকা/এআই