খালেদা জিয়ার সঙ্গে ব্রিটিশ প্রতিনিধির সাক্ষাৎ

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ২৫, ২০১৭, ১০:৫৯ পিএম

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া ও আফগানিস্তান ডেস্কের পরিচালক ওয়েন জেনকিনস।

মঙ্গলবার (২৫ এপ্রিল)  রাতে রাজধানীর গুলশানে খালেদা জিয়ার কার্যালয়ে এই সাক্ষাৎ হয়। সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত ঘণ্টাব্যাপি এই বৈঠক চলে।

বৈঠক সূত্র জানা যায়, ঘণ্টাব্যাপি এই বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়।

ব্রিটিশ হাইকমিশনার অ্যালিসন ব্লেকও বৈঠকে উপস্থিত ছিলেন। তবে বৈঠক শেষে কোনও পক্ষই সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি।

এসময় আরো উপস্থিত ছিলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য রিয়াজ রহমান ও বিশেষ সম্পাদক আসাদুজ্জামান রিপন।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম